যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে দেশবাসী তাদের মা করবে না
বালাগঞ্জে বিভিন্ন অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান
শাহ মো. হেলাল, বালাগঞ্জঃ বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে দেশবাসী তাদের মা করবে না। তিনি বলেন, আওয়ামীলীগ দেশ ও জাতির কল্যাণে কাজ করে বলেই দেশের মানুষ শান্তিতে আছে। তিনি বলেন, সরকার কৃষি ও শিােেত্র ব্যাপক উন্নয়ন করেছে। ইংরেজী বছরের প্রথম দিনেই কোটি কোটি শিার্থীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেয়া হচ্ছে। কৃষি ও কৃষক বান্দব সরকার দেশের প্রান্তিক কৃষকদের মধ্যে প্রতি মৌসুমে বীজ, সার ও নগদ অর্থ বিতরণ করছে। আর এসব উন্নয়ন কাজ দেখে বিএনপির নেতাকর্মিরা দিশেহারা হয়ে পাগলের প্রলাপ বকছে। কিন্ত দেশের শান্তিপ্রিয় জনগণ সব সময় সরকারের পাশে আছে, পাশে থাকবে।
তিনি গতকাল শনিবার বিকাল ৪টায় বালাগঞ্জ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে ‘বালাগঞ্জ ইউনিয়ন কল্যাণ ট্রাস্ট ইউকে ও হাজী ছাইম উল্লাহ স্মৃতি কল্যাণ ট্রাস্টের যৌথ উদ্যোগে দুস্থ্যদের মধ্যে শীতবস্ত্র ও রিক্সা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন।
ট্রাস্টের সভাপতি এমএ কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট ২ আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আনম শফিকুল হক, বালাগঞ্জ সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান, ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোক্তাদির আহমদ মুক্তা, বালাগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান এমএ মতিন, ওসমানীনগর থানা আওয়ামীলীগের সভাপতি কবির উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আবদাল মিয়া, উপজেলা জাপার ভারপ্রাপ্ত সভাপতি ছালেহ আহমদ, জাপা নেতা সুফি মাহমুদ, আওয়ামীলীগ নেতা কাজল লস্কর, আবু বক্কর সিদ্দিকী, এম এ মালেক, আজিজুল হক লকুছ, নাসির উদ্দিন আহমদ, মো. দিলু মিয়া, মিজানুর রহমান পংকি, নেছাওর আলী মেম্বার, বালাগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল আলম, যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম সালেহ, প্রবাসী কমিউনিটি নেতা মিজানুর রহমান মিরু, সেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক আহমদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিন মনসুর, ছাত্রলীগ নেতা একে টুটুল, আবরার আহমদ চৌধুরী, জাহেদ আহমদ রিপন প্রমুখ।
এরপর সন্ধ্যা ৬টার দিকে মন্ত্রী বালাগঞ্জ আনসার ভিডিপি ব্যাংকের উদ্যোগে দারিদ্র বিমোচনে ঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠানে যুবক যুবতীদের মধ্যে ঋণের চেক বিতরণ করেন। ইউএনও আশরাফুর রহমানের সভাপতিত্বে ও ব্যাংকের শাখা ব্যবস্থাপক শাহাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে সংসদ সদস্য ইয়াহহিয়া চৌধুরী এহিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া, সাবেক চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুরসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে প্রতিমন্ত্রী এমএ মান্নান বালাগঞ্জ তয়রুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।