ফেঞ্চুগঞ্জ ৯০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে আগুন
সুরমা টাইমস ডেস্কঃ ফেঞ্চুগঞ্জ ৯০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে ২য় ইউনিটের কন্ট্রোলরুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৮টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ এসেছে।
আগুনে পুরো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, তবে আগুনে কন্ট্রোল রুমের ব্যাটারি ধ্বংস হয়ে যায়।
জানা যায়- বৃহস্পতিবার রাত ৮টার দিকে ফেঞ্চুগঞ্জ ৯০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে ২য় ইউনিটের কন্ট্রোলরুমে আগুনের সৃষ্টি হয়। আগুন লাগার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়। পরে ফায়ার ব্রিগেডের ৪টি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফেঞ্চুগঞ্জ ৯০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক আব্দুল জলিল খান জানান, রাত ৮টার দিকে কন্ট্রোল রুমে বিদ্যুৎ শর্টসার্কিটের কারণে আগুন ধরে যায়। কম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসায় বড় ধরণের দূর্ঘটনা এড়ানো গেছে।