শাবিতে পুলিশকে তালা দিয়ে রাখলো ছাত্রলীগ
সুরমা টাইমস ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের সময় ৬ পুলিশ সদস্যকে হলের রুমে তালা দিয়ে রেখেছিল ছাত্রলীগ নেতাকর্মীরা। সংঘর্ষ শেষ হওয়ার পর জালালাবাদ থানার ওসি তদন্ত সুহেল আহমদ তাদেরকে উদ্ধার করেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শাবির বঙ্গবন্ধু হলের ২০২ নং রুমে এ ঘটনা ঘটে।
সুহেল আহমদ বলেন, ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালে ছাত্রলীগের কিছু নেতাকর্মী জালালাবাদ থানার ৬ পুলিশ সদস্যকে ২০২ নং রুমে তালা দিয়ে রেখে। পরে তালাবদ্ধ রুম থেকে এক পুলিশ সদস্য মোবাইল ফোনে বিষয়টি থানায় অবগত করেন। পরে আমরা গিয়ে তাদেরকে উদ্ধার করি।
তবে ছাত্রলীগের কোন গ্রুপের নেতাকর্মী পুলিশকে তালা মেরে রেখেছে তা বলতে পারিননি ওসি সুহেল। প্রসঙ্গত, ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে সুমন চন্দ্র দাস নামের একজন ছাত্রলীগকর্মী নিহত হয়েছে। সংঘর্ষকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শাবি ছাত্রলীগের অঞ্জন-উত্তম ও পার্থ-সবুজ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে রাবার বুলেট ও শর্টগানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।