‘মেয়র আরিফের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা সিলেটের উন্নয়ন বিদ্বেষী’
সুরমা টাইমস ডেস্কঃ শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশিট থেকে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার বিকেল ৩টায় নগরীর কোর্ট পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে একাত্মতা পোষন করে বিভিন্ন শ্রেণী-পেশার লোক অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন- সিলেটের উন্নয়নে নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব মেয়র আরিফের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র মেনে নেবে না সিলেটের জনগন। কোন যুক্তিসঙ্গত কারণ ছাড়াই ঘটনার ১০ বছর পর আকস্মিকভাবে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় তার নাম জড়ানো হয়েছে। এটা ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। সিলেটবাসী এই ষড়যন্ত্রের জাল ছিন্ন করবে। ষড়যন্ত্রকারীরা সিলেটের উন্নয়ন বিদ্বেষী বলে বক্তারা উল্লেখ করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌফিকুল হাদী, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজিক মিয়া, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ চৌধুরী, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিকন্দর আলী, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন সজীব, ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান উজ্জল, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিনার খান হাসু, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন, ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোহেল আহমদ রিপন, ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর জলিল নজরুল, সংরক্ষিত ১ আসনের কাউন্সিলর কুহিনুর ইয়াসমীন ঝর্না, সংরক্ষিত ৩ আসনের কাউন্সিলর রেবেকা বেগম, সংরক্ষিত ৪ আসনের কাউন্সিলর আমেনা বেগম রুমি, সংরক্ষিত ৫ আসনের কাউন্সিলর দিবা রাণী দে, সংরক্ষিত ৮ আসনের কাউন্সিলর সালেহা কবীর শেপী, সংরক্ষিত ৯ আসনের কাউন্সিলর এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, বিশিষ্ট শিক্ষাবিদ এম আতাউর রহমান পীর, সাবেক কাউন্সিলর সেলিম আহমদ রনি, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল হক চৌধুরী তপন, ব্যবসায়ী নেতা মেহেদী হাসান, মণিপুরী কালাচালার সেন্টারের সেক্রেটারী প্রিয়বত সিংহ রাজ, ব্যবসায়ী সুরমান আলী, এইচ এম আব্দুর রহমান, এডভোকেট আজিজুর রহমান উবেদ, এডভোকেট বিশ্বজিত দাস বিপ্লব, ছালিকুর রহমান, এহছানুল করিম মিশু, তৌফিকুল ইসলাম বাবলু, উত্তম সিংহ রতন, সালাহ উদ্দীন রিমন, সিরাজুল ইসলাম, ইলিয়াস মেম্বার, রিয়াদুল হাসান রুহেল, মাহতাব উদ্দিন, শেখ ফজলুর রহমান, রায়হান আহমদ, আলমাস আহমদ শুক্কুরসহ আরও অনেকে।