বিয়ের পিড়িতে বসা হলো না জোশেফের
নবীগঞ্জ-শেরপুর সড়কে সিএনজি ও লাইটেস মুখোমুখি সংর্ঘষে কেড়ে নিল তার প্রাণ
উত্তম কুমার পাল পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জ-শেরপুর সড়কের পৌর এলাকার ছালামতপুর নামক স্থানে সিএনজি ও লাইেেটসের মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলেই জোশেফ মিয়া(৩৪)নামের এক ব্যক্তি নিহত ও অপর ৩ জন গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় আব্দুস সহীদ(৪২)কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
জানাযায়, নবীগঞ্জ উপজেলা পাশ্ববর্তী বানিয়াচং উপজেলার বড়ইউড়ি গ্রামের জোশেফ মিয়া(৩৪) সিলেট থেকে বাড়ী ফেরার পথে আউশকান্দি হয়ে একটি যাত্রীবাহী সিনজি যোগে রওয়ানা হন। সিএনজিটি নবীগঞ্জ-শেরপুর সড়কের ছালামতপুর নামক স্থানে পৌছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি লাইটেস এর সাথে মুখোমুখি সংর্ঘষে সিএনজিটি দুমড়ে মুছড়ে যায়। এ সময় সিএনজিতে থাকা জোশেফ মিয়াকে রক্তাক্ত গুরুতর আহত অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাসস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। জনতা ঘাতক লাইটেসটি আটকিয়ে পুলিশে খবর দিলে পুলিশ গাড়ী আটক করে লাশ উদ্ধার করে। পরে নিহতের বাড়ীতে খবর দিলে তার আত্মীয় স্বজনরা এসে লাশ নিয়ে যায়। অপর যাত্রী আব্দুস সহীদ(৪২) গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। নিহততের পারিবারিক সুত্রে জানা যায় নিহত জোশেফ মিয়ার বিয়ের পানচিনি অনুষ্টান হয়েছিল এবং কিছু দিনের মধ্যেই বিয়ের আনুষ্টানিকতা হওয়ার কথা ছিল।