‘আমরা সিলেটবাসী’র ডাকা হরতাল কর্মসূচী শান্তিপূর্ণ ভাবে পালিত

Horttal Photo-17.11.14-1 Horttal Photo-17.11.14-6(1)সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নাম সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়া হত্যা মামলার চার্জশিট থেকে প্রত্যাহারের দাবিতে ‘আমরা সিলেটবাসী’র ডাকা হরতাল কর্মসূচী শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে। হরতাল চলাকালে সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে মিছিল, মিটিং, পিকেটিং করে হরতাল সমর্থকরা। তবে হরতালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
হরতাল চলাকালে গতকাল সোমবার নগরীর কোর্ট পয়েন্টে সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক ও আমরা সিলেটবাসী’র সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সিলেট ল’কলেজের ভিপি মাহবুবুল হক চৌধুরীর পরিচালনায় সমাবেশ অনুষ্টিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহবায়ক এডভোকেট নুরুল হক, যুগ্ম আহবায়ক ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, যুগ্ম আহবায়ক আব্দুল গফফার, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম, সদস্য নাসিম হোসাইন, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, এমদাদ হোসেন চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব শামীম সিদ্দীকি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, নজিবুর রহমান নজিব, কামরুল হাসান শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, আমির হোসেন, রিপন আহমদ, মোস্তফা মেহেদি হাসান, এ কে এম তারেক কালাম, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সুরমান আলী, মহানগ শ্রমিকদলের সাধারণ সম্পাদক ইউনুস মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান পুতুল, আব্দুস সাত্তার মামুন, দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী,সাইফুল হাসান সুহেব, লল্লিক আহমদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী সোহাদ রব চৌধুরী, আল মামুন খান, আব্দুস সামাদ তুহেল, রিপন আহমদ, সোহেল আহমদ, আব্দুল মজিদ, দেলোয়ার হোসেন দারা, অর্জন ঘোস, কামরুজ্জামান দিপু, এখলাস মুন্না, নাজিম উদ্দিন পান্না, আব্দুর রউফ, রজব আহমদ, হুমায়ুন কবির সুহিন, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, রকিবুল হাসান রাসেল, খন্দকার ফয়েজ আহমদ, সিহাব খাঁন, রুমু আহমদ, সুমেল আহমদ চৌধুরী, ফখরুল ইসলাম পান্না, নজরুল ইসলাম, আশরাফ উদ্দিন রুবেল, দেলোয়ার হোসেন দিনার, জাহাঙ্গীর হোসেন, আব্দুল আহাদ সুমন, আকাব আহমদ পলাশ, দিলদার হোসে শামীম, আফজাল হোসেন, আহমদ শাহীন, ফজলুল হক রাজু, এলিম শেখ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মিথ্যা চার্জশীট দিয়ে হয়রানী করে মেয়র আরিফের এই উন্নয়নের অগ্রযাত্রী থামানো যাবে, কারণ মানুষ কখনোই টাকা-পয়সা কিংবা ক্ষমতা দিয়ে জনপ্রিয়তা অর্জন করতে পারে। জনপ্রিয়তা অর্জন করতে হলে প্রয়োজন কর্মধারা। তারা বলেন অভিলম্বে মেয়র আরিফুল হক চৌধুরী নামে মিথ্যা চার্জশীট প্রত্যাহার করতে হবে। তা না হলেন সর্বস্তরের সিলেটবাসীকে সাথে নিয়ে কঠিন আন্দোলন গড়ে তোলা হবে। বিজ্ঞপ্তি