মরমী কবি বাউল ইবরান উল্লাহ সংস্কৃতি পরিষদের সুচনা সঙ্গীত আসর অনুষ্ঠিত

Cultural-Programইনাতগঞ্জ সংবাদদাতাঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জে মরমী কবি বাউল ইবরান উল্লাহ সংস্কৃতি পরিষদের উদ্যোগে ইনাতগঞ্জ বাজারস্থ অস্থায়ী কাযালয়ে সুচনা সঙ্গীত আসর অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট বাউল শিল্পী ও সংগঠনের সভাপতি হাজ্বী মনির উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি-সাংবাদিক ও গীতিকার আহমদ আবুল কালাম-এর পরিচালনায় অনুষ্ঠিত সভা শেষে মনোজ্ঞ সঙ্গীত আসর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন হাজ্বী মনির উদ্দীন, আহমদ আবুল কালাম, সহ সভাপতি এম, শহিদুজ্জামান চৌধুরী, প্রচার সম্পাদক জুনু সরকার প্রমুখ।

সঙ্গীত আসরে শিল্পী হাজ্বী মনির উদ্দীন তার স্বরচিত গানসহ কালা শাহ ও আরকুম শাহের গান পরিবেশন করেন। আহমদ আবুল কালাম তার স্বরচিত গানসহ মরমী কবি বাউল ইবরান উল্লাহের হারিয়ে যাওয়া দু’টি গান পরিবেশন করে অনুষ্ঠানকে ভাবসাগরে নিয়ে যান। শিল্পী জুনু সরকারের কন্ঠে তার মাতা মরমী কবি বাউল মনোয়ারা সরকারের রচিত গান সহ ময়মনসিংহের শিল্পী জালাল উদ্দীন খাঁ ও লালতগীতি পরিবেশন করে উপস্থিত দর্শক- শ্রোতাকে মুগ্ধ করেন। সাহিত্যিক এম, শহিদুজ্জামান চৌধুরী স্বরচিত গান সবাইকে অবাক করে দেন। এছাড়াও আসরে শিল্পীবৃন্দ রুহি ঠাকুর, রাধা রমন, ফকির হরমুজ আলীসহ বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের গান পরিবেশন করেন। বাদ্যযন্ত্রে ছিলেন হারমোনিয়ামে শিল্পী জুনু সরকার, ঢোলে এসএমএ হাসনাত, মন্দিরায় আহমদ আবুল কালাম, তবলায় শিবলু।