নবীগঞ্জে ১ মাস ২২ দিন পর কবর থেকে ৫ সন্তানের জনকের লাশ উত্তোলন

স্বামীকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগে ১ম স্ত্রী বাদী হয়ে ২য় স্ত্রী ও তার লোকজনকে আসামী করে আদালতে মামলা দায়ের

উত্তম কুমার পাল হিমেল নবীগঞ্জ(হবিগঞ্জ) থেকে ॥ নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নের শংকর সেনা গ্রাম থেকে ১ মাস ২২ দিন পর কবর থেকে আদালতের নির্দেশে ৫সন্তানের জনক মোহাম্মদ আলী (৫২) নামের এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে। ১ম স্ত্রী তার স্বামীকে শ্বাস রোদ্ধ করে হত্যার অভিযোগ এনে ২য় স্ত্রী ও তার লোকজনকে আসামী করে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত হবিগঞ্জে মামলা দায়ের করায় গতকাল শুক্রবার সকাল ১১টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শাহরিয়া জামিলের নেতৃত্বে শংকর সেনা গ্রাম থেকে উক্ত লাশ কবর থেকে তোলা হয়। পুলিশ সূত্রে জানাযায়, গজনাইপুর ইউনিয়নের শংকর সেনা গ্রামের মৃত ইমতাজ আলীর পুত্র মোহাম্মদ আলী ২টি বিয়ে করেন। ১ম স্ত্রী নুর মতি বেগম তার ৩ছেলে মেয়ে নিয়ে গ্রামের বাড়িতেই বসবাস করেন। মোহাম্মদ আলী আরেকটি বিয়ে করেন বাহুবল উপজেলার রশিদপুর গ্রামে, সেটি তার ২য় বিয়ে তার স্ত্রীর নাম রুকেয়া বেগম। সেখানে ২টি পুত্র সন্তানও রয়েছে। গত ২২ শে সেপ্টেম্বর রাত ১২টা থেকে ১টার মধ্যে তার ২য় স্ত্রীর বাড়িতেই তার মৃত্যু হয়। এ খবর পেয়ে ১ম স্ত্রী তার ছেলে মেয়ে নিয়ে রশিদপুর থেকে নবীগঞ্জের শংকর সেনা গ্রামে লাশ এনে দাফন করে গত ২ অক্টোবর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তার স্বামীকে ২য় স্ত্রী রুকেয়া বেগম ও তার লোকেরা শ্বাসরোদ্ধ করে হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করায় তদন্তের স্বার্থে এ লাশ উত্তোলন করা হয়েছে বলে বাহুবল থানার এস আই জুহিরুল ইসলাম জানান।