ডাকাতি প্রতিরোধে যুবকদের উদ্যোগ : বিশ্বনাথে সাধুগ্রামে রাত জেগে পাহারা
বিশ্বনাথ প্রতিনিধিঃ লাঠি, টর্চ লাইট, রামদাসহ দেশীয় অস্ত্র হাতে। আট দশ জনের একদল যুবক। রাতে পুরো গ্রাম ঘুরে বেড়ায়। পালাক্রমে চলে এ পাহারা। ডাকাতি, চুরি প্রতিরোধে (বন্ধে) এ পাহারা চলছে প্রবাসী অধ্যূষিত বিশ্বনাথ সদর ইউনিয়নের সাধুগ্রামে। গ্রামের মানুষ শান্তিতে ঘুমাতে, জানমাল রক্ষার্থে নির্ঘুম রাত কাটান সাধুগ্রামের যুবকরা। সুন্দর সমাজ গঠনে তাদের এ ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ পুরো গ্রামের মানুষ।
সরেজমিনে বৃহস্পতিবার রাত ১২ টায় সাধুগ্রামে গিয়ে দেখা যায়, একদল যুবক গ্রামের প্রত্যেক রাস্তায় দেশীয় অস্ত্র নিয়ে ঘুরছেন। রাত ১২ টায় থানা পুলিশের মোটরসাইকেল টহল টিম অফিসার ইন-চার্জ মো. মো. রফিকুল হোসেন এর নেতৃত্বে সাধুগ্রামে পৌছে। এসময় অফিসার ইন-চার্জসহ পুলিশের দল তাদের সঙ্গে প্রায় ১০-১২ মিনিট কথা বলেন। কোন সমস্যা আছে কিনা জানে পুলিশের দল। অসুবিধা হলে তাৎক্ষনিকভাবে যোগাযোগ করার জন্যও বলা হয়। এরপর পুলিশ টহল চলে যায় অন্যান্য এলাকায়।
সাধুগ্রামের আব্দুল মোমিন নোমান, ফয়জুর রহমান, রায়হান, ছালেক, এনাম, কাদির, দুদন, রাহিম, রুবেল, সেবুল, বেলায়েত, আছকির বলেন, ডাকাতি প্রতিরোধে (বন্ধে) এ উদ্যোগ নেয়া হয়েছে। পালাক্রমে রাত জেগে এ পাহারা চলছে। তারা বলেন, ঐক্যবদ্ধভাবে যে কোন কাজ করলে ভাল লাগে। সবাই রাত জেগে পাহারা দিচ্ছে। এতে বন্ধ হবে ডাকাতি, চুরি, অপরাধ। ভাল থাকবে গ্রামের মানুষ। তাদের মতে সব গ্রামে এভাবে পাহারার ব্যবস্থা থাকলে ডাকাতি, চুরি হবে না বলে মনে করেন।
থানার অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেন বলেন, সাধুগ্রাম সীমান্ত এলাকায়। সিলেট-ঢাকা মহাসড়কের পাশে। চিহিৃত অপরাধ প্রবণ এলাকা। এ এলাকায় অপরাধ নিমূর্লে যুবসমাজের এরকম প্রদক্ষেপ নিঃসন্ধেহে ইতিবাচক। তিনি অন্যান্যদের অসুস্মরণ করা উচিত বলে মনে করেন।