মার্কস অলরাউন্ড এস এম এস পর্বে সিলেটের নাবিল
শিশুদের প্রতিভা যাচাই মার্কস অলরাউন্ড ২০১৪ প্রতিযোগিতায় সাদমান সাকিব নাবিল নিজেকে সঠিক ভাবে উপস্থাপনের জন্য উদগ্রীব প্রশিক্ষণ ও মহড়ায়। নাবিলের প্রথম চয়েজ অভিনয়ে আরো পক্ত ও শক্ত হওয়ার জন্যে প্রশিক্ষণে মনোনিবেশে ব্যস্ত প্রশিক্ষক বিমল করের নিকট। অভিনয়ের হাত হাতের জায়গায় থাকতে চায় না কেন এবং হাতের অতিরিক্ত ব্যবহার বা অপব্যবহারের প্রবণতা যাতে তাড়িয়ে না বেড়ায় বুুঝিয়ে দেয়া হয়। অভিনয় করার সময় বাদ বাকী অঙ্গপ্রতঙ্গের মতনই হাত দুটোও যখন যেমন প্রয়োজন স¦াভাবিক প্রক্রিয়ায় কাজ করে যাবে তৎসঁেঙ্গ সাইন ল্যাঙ্গুয়েজে হাত ও আঙ্গুলগুলোকে স্বাভাবিক সঠিক ভাবে ব্যবহার করার জানান ও বুঝিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য যে, মার্কস অলরাউন্ড ২০১৪ প্রতিযোগিতায় সাদমান সাকিব নাবিল আগামী কাল ১৪ নভেম্বর শুক্রবার এনটিভির র্পদায় রাত ৯.২০ মিনিটে গ্রান্ড ফাইনালে শেষ এ্যাপিসোটের প্রথম এ্যাপিসোটে অংশগ্রহণ করবে। এখন এস এম পর্বে মুক্তাক্ষরের শিক্ষার্থী সিলেটের সাদমান সাকিব নাবিলকে ম্যাসেজ অপশনে গিয়ে ঘঅইওখ লিখে ৬৯৬৯ নাম্বারে ভোট দিয়ে বিজয়ী করার উদাত্ত্ব আহবান জানান মুক্তাক্ষরের পরিচালক নাবিলের প্রশিক্ষক বিমল কর।