কালিঘাট থেকে ফেনসিডিলসহ দুই যুবক আটক
সুরমা টাইমস ডেস্কঃ নগরীর কালিঘাট থেকে ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার সন্ধ্যা পৌণে ৬টায় কালিঘাটস্থ মোশাহিদ ম্যানশনের ২য় তলার ৯নং রুমে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. জাবেদুর রহমান।
আটককৃতরা হলো- হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ইটাখলা গ্রামের বাদশা মিয়ার ছেলে আবুল কালাম ওরফে জামাল (২৭) ও নবীগঞ্জ থানার জিয়াদীপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে মো. শুভ (১৯)। তাদের কাছ থেকে ৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে গোয়েন্দা পুলিশ সূত্র জানিয়েছে।