সুরমা টাইমস ডেস্কঃ জোটের জনসভায় যোগ দিতে খালেদা জিয়া বুধবার বেলা ৩টায় কিশোরগঞ্জ সার্কিট হাউজে পৌঁছান। এ সময় একটি হাতির পিঠে চড়ে রাজকীয় পোশাক পরিহিত একজন কাঠের তলোয়ার তুলে বিএনপি চেয়ারপার্সনকে সালাম জানান।
আর ময়মনসিংহ গীতিকার মহুয়া, মলুয়া ও সাখিনার বেশে তিন তরুণী খালেদা জিয়ার হাতে তুলে দেন শুভেচ্ছার ফুল।
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান জানান, সার্কিট হাউজে মধ্যহ্নভোজ শেষে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে ২০ দলীয় জোটের জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিচ্ছেন বিএনপি চেয়ারপার্সন।
এদিকে খালেদা জিয়ার আগমন উপলক্ষে দলের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে উৎসাহ-উদ্দীপনা। কিশোরগঞ্জের প্রবেশ পথ ভৈরব-মেঘনা সেতু থেকে সার্কিট হাউজ পর্যন্ত ৫৭ কিলোমিটার পথের বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানসহ জেলা নেতাদের প্রতিকৃতি সম্বলিত কয়েকশ তোরণ।