একটি মানবিক সাহায্যের আবেদন
সিলেট এমসি কলেজের দিবাপ্রহরী (অস্থায়ী) নূর উদ্দিন ওরফে গেদন মরনব্যাধি ক্যান্সারে আক্রান্ত— হয়ে দীর্ঘ দুইবছর ধরে মৃত্যুর প্রহর গুনছেন । দীর্ঘ চিকিৎসায় সবকিছু হারিয়ে তিনি ও তার পরিবার চরম অসহায় হয়ে পড়েছেন। নূর উদ্দিন গেদন সিলেট নগরীর বালুচর সোনারবাংলা ১৪৮নং বাসায় স্ত্রী, অবুঝ ১মেয়ে ও ৩ ছেলে নিয়ে বসবাস করছেন। দীর্ঘদিন ধরে তিনি সিলেট এমসি কলেজে মাস্টার রোলে ডে-গার্ড এর চাকুরি করে আসছেন। দু’বছর আগে তিনি মরনব্যাধি ক্যানসারে আক্রান্ত— হয়ে পড়েন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়ে তার পরিবার পরিজনের যা কিছু ছিল সব হারিয়ে ফেলেছেন। ডাক্তাররা তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। আর এতে তার চিকিৎসা ব্যয় ৮লাখ টাকার লাগবে বলে জানিয়েছেন তারা। অসহায় নূর উদ্দিন গেদন ও তার স্বজনরা এতো টাকা পাবে কোথায়। নুন আনতে পান্তা ফুরায় গেদনের পরিবারের পক্ষে এতো ব্যয় বহুল চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। তাই গেদন ও তার পরিবার দেশ ও সমাজের বিত্তবান ও চিত্তবানদের দিকে তাকিয়ে রয়েছেন। এমসি কলেজ কর্র্তৃপক্ষের অনুমোদনে ইতোমধ্যে তার চিকিৎসা সাহায্যের জন্য কলেজ গেইটে একটি দানবাক্স বসানো হলেও সাহায্যের পরিমান একেবারে অপ্রতুল। তাই তার এ ব্যবহুল চিকিৎসার জন্য হৃদয়বান বিত্তশালী ব্যক্তিবর্গের মানবিক সাহয্যের প্রয়োজন। অবুঝ চার সন্তানের জনক নূর উদ্দিন গেদনের জীবন রক্ষার্থে চিকিৎসা সাহায্য গ্রহনের জন্য দানবাক্স বসানোর পাশাপাশি তার ভাই মো. আলাউদ্দিন-এর নামে সোনালী ব্যাংক টিলাগড় শাখা, সিলেট-এ একটি একাউন্ট খোলা হয়েছে, যার হিসাব নং- ৩৪০০৯৯৪৫। অত্যন্ত মানবিক তাড়নায় সমাজের হৃদয়বান ও বিত্তশালীরা তার চিকিৎসায় এগিয়ে আসলে সরাসরি তার কাছে, এম.সি কলেজ গেইটের দানবাক্সে, কৃষি বিশ্ববিদ্যালয়ের দানবাক্সে অথবা সোনালী ব্যাংকের উপরোল্লেখিত শাখার একাউন্ট নম্বরে সাহায্যের অর্থ পাঠাতে পরবেন। সমাজের হৃদয়বান বিত্তশালীরা তার চিকিৎসার্থে মানবিক সাহায্যে এ গিয়ে আসবেন বলে তিনি ও তার পরিবার বুকভরা আশা নিয়ে দিনযাপন করছেন। প্রয়োজনে- ০১৭৩৫-৫৪৯৫৭৯। বিজ্ঞপ্তি