মিলান বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
নাজমুল হোসেন,মিলান ইতালি থেকেঃ মিলান বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধা ৬ টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে মিলান বিএনপির সভাপতি খান এমদাদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ মনির এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোর্ আন তেলাওয়াত করেন আফসার উদ্দিন। সভায় বক্তব্য রাখেন মিলান বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন,সহ সভাপতি হুমায়ুন কবির,সাং গঠনিক সম্পাদক হারুন উর রশিদ,যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান রিপন,সেচ্ছা সেবক দলের সভাপতি সিদ্দিকুর রহমান,সহ সভাপতি শাহীন হাওলদার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিকৃত করছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নিয়ে বারবার মিথ্যাচার করছে এ দলটি। বর্তমান যারা দেশ পরিচালনা করছে তারা ও তাদের দ্বারা গঠিত সংসদ অবৈধ। দেশের জনগণ এদের হাতে নিরাপদ নয়। সরকার ভারতের খুঁটির জোরে দেশ পরিচালনা করছে। আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাস বিকৃত করছে ভারতের স্বার্থে। আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে বাকশালের আদর্শ লালন করছে। ১৯৭৫ সালের ৩ নভেম্বর জিয়াউর রহমান বন্দী হওয়ার পর সেনাবাহিনীতে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়। বিভিন্ন ঘটনাপ্রবাহের কারণে সেনাবাহিনীতে দেখা দেয় চরম বিশৃঙ্খলা। সমগ্র দেশের জনগণ দুঃসহ, অনিশ্চিত পরিস্থিতির কারণে আতঙ্কিত হয়ে পড়েন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যখন হুমকির সম্মুখীন ঠিক সে মুহূর্তে সব ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে দেশপ্রেমী সশস্ত্রবাহিনী-জনতার সমন্বয়ে ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহি বিপ্লব ঘটায়। মুক্ত করে বন্দিদশা থেকে ১৯৭১ সালের ২৬ মার্চে মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের সাহসী সন্তান জিয়াউর রহমান ঐক্যবদ্ধ সিপাহি জনতার বিপ্লবের মধ্য দিয়ে এ দেশের রাজনীতিতে আবির্ভূত হন। ফিরিয়ে আনেন সেনাবাহিনীতে শৃঙ্খলা।
সভায় উপস্থিত ছিলেন সালাউদ্দিন আহমেদ,আশরাফ আলম,রফিকুল ইসলাম দেওয়ান,শাহাদাত হোসেন মিন্টু,নজরুল ইসলাম জুয়েল,কাজী দিপু,শাহ আলম,হাসিব আলম সেলিম,আবুল কালাম,যুবদলের মীর হোসেন বিপ্লব,জাহানদার হোসেন,সেচ্ছা সেবক দলের সম্পাদক জুয়েল পাশা,যুবদল নেতা তালুকদার শফিক,রাজু খান,ময়েজ আহমেদ, সোহরাব দর্জি, কাজী রুবেল,মামুন আহমেদ,ফকরুল ইসলাম,নজরুল বেপারী,মিজানুর রহমান প্রমুখ। এছাড়া যুবদল ,সেচ্ছা সেবক দলের নেতৃবৃন্দ।