দিরাইয়ে অর্ধ লক্ষাধিক টাকার কারেন্ট জাল পুড়িয়েছে প্রশাসন
দিরাই প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার দিরাই পৌরশহরের মধ্য বাজার থেকে দুইশত ৫০ গ্রাম ওজনের একশত ৭০ মুঠি কারেন্ট জাল জব্দ করেন দিরাই উপজেলা কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন ও দিরাই থানার সার্কেল (এএসপি) এফ এম ফয়সাল। দিরাই থানা সূত্রে জানাযায়, গত ৩১ শে অক্টেবর গোপন সংবাদের বৃত্তিতে বাজারে অভিযান চালিয়ে অলক ষ্টোর নামক দোকানের পেছন থেকে পরিতেক্ত অবস্থায় এসব কারেন্ট জাল জব্দ করা হয়। তবে এসব জালের মালিক কে তা জানা যায়নি।
জব্দকৃত জাল গুলো গতকাল সোমবার বিকাল ৪ টায় থানার সামনে সাংবাদিকদের ডেকে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন, দিরাই থানার সার্কেল এফ এম ফয়সাল, এসআই মুবারক হোসেন, এসআই মহাদেব বাছা, এসআই জিয়াউল হক।