নগরীতে প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে হরতাল বিরোধী বিক্ষোভ
সুরমা টাইমস ডেস্কঃ জামায়াতে ইসলামীর ডাকা দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন শুরু হয়েছে আজ।এ রিপোর্টা লেখা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রোববার সকাল ছয়টা থেকে এই হরতাল শুরু হয়েছে। চলবে কাল মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত। মানবতাবিরোধী অপরাধের দায়ে দলের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বুধবার মৃত্যুদন্ডর রায় দেন। এই রায়ের প্রতিবাদে বৃহস্পতি, রবি ও সোমবার ৭২ ঘণ্টার হরতাল দেয়া হয়। জামায়াতের ডাকা হরতালকে কেন্দ্র করে রাজধানীসহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে। মাওলানা নিজামীর ফাসিঁর রায়ের প্রতিবাধে জামাতে দ্বিতীয়দফা হরতালের প্রথম দিনে সিলেট নগরীতে বিচ্ছিন্নভাবে দেশীয় অস্ত্র নিয়ে হরতাল বিরোধী বিক্ষোভ করেছে আওয়ামীলীগ। নগরীর মদিনা মার্কেট, পাঠানটুলা, মির্জাজঙ্গাল, সোবহানী ঘাট সহ বিভিন্ন পয়েন্ট থেকে এসে বন্দরবাজারস্থ কোর্টপয়েন্টে উপস্থিত হয়। এসময় উপস্থিত ছিলেন মিসবাহ উদ্দিন সিরাজ, বদর উদ্দিন কামরান সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।