হরতালের সমর্থনে থানায় থানায় জামায়াতের মিছিল সমাবেশ
আজ রোববার ও কাল সোমবার সর্বাত্মক হরতাল পালন করে ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হোন
আমীরে জামায়াত ও সাবেক সফল শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর প্রতি অন্যায় মৃত্যুদন্ডাদেশের রায়ের প্রতিবাদে ও রায় প্রত্যাহারের দাবীতে জামায়াত কেন্দ্র আহুত ৭২ ঘন্টার হরতাল কর্মসুচীর ২য় দিন আজ রোববার ও আগামীকাল সোমবারের হরতালের সমর্থনে নগরীর থানায় থানায় পৃথক মিছিল সমাবেশ করেছে সিলেট মহানগর জামায়াত। গতকাল শনিবার রাতে নগরীর সুবিদ বাজার, মেডিকেল রোড, শিবগঞ্জ, শাহপরান গেইট ও দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডে অনুষ্ঠিত পৃথক মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জামায়াত নেতা মুফতী আলী হায়দার, মাওলানা আব্দুল মুকিত, মাওলানা মুজিবুর রহমান, আব্দুল্লাহ আল মুনিম, শামীম আহমদ, মু. আজিজুল ইসলাম, ক্বারী আলাউদ্দিন, চৌধুরী আব্দুল বাছিত নাহির, মু. আনোয়ার আলী ও ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন প্রমুখ।
মিছিল পরবর্তী সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহশালার আন্তর্জাতিক ইসলামিক স্কলার মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ফাসির রায় দেশ থেকে ইসলামী নেতৃত্ব নির্মুলের সুদুঢ়প্রসারি ষড়যন্ত্রের বহি:প্রকাশ। জামায়াত আহুত ৭২ ঘন্টার হরতালের ১ম দিন বৃহস্পতিবারের মত ২য় দিন আজ রোববার ও ৩য় দিন কাল সোমবার সর্বাত্মক হরতাল সফলের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হওয়ার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তারা। নেতৃবৃন্দ বলেন, সরকার শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই জামায়াত নেতৃবৃন্দের প্রতি বিচারের নামে চরম অবিচার করছে। সরকারের জুলুম ও অবিচার ধৈর্য্যরে চুড়ান্ত সীমা অতিক্রম হতে চলেছে। দেশপ্রেমিক জনতার দুর্বার আন্দোলনে নিরীহ নিরপরাধ জামায়াত নেতৃবৃন্দকে মুক্ত করা হবে ইনশাআল্লাহ। শান্তিপুর্ন হরতাল পালনের জন্য পরিবহন মালিক, শ্রমিক, ব্যবাসায়ী নেতৃবৃন্দ সহ সর্বস্থরের সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তারা।