মার্কস অলরাউন্ড ফাইনালে সিলেটের নাবিল

nabilসুরমা টাইমস বিনোদনঃ “প্রতিভার ঝলকে সেরা হও পলকে” স্কুল ভিত্তিক প্রতিভা যাচাই প্রতিযোগিতা মার্কস অলরাউন্ড ২০১৪ অনুষ্ঠিত হচ্ছে যা প্রচারিত হচ্ছে চ্যানেল এনটিভির পর্দায়। প্রাথমিক ও মাধ্যমিক দুটি বিভাগ নিয়ে শিশুদের শিক্ষামূলক বিভিন্ন সংস্কৃতির বিষয় নিয়ে এ সময়ের সারা জাগানো প্রতিযোগিতাটি চলছে। প্রাথমিক বিভাগে মুক্তাক্ষরের সাদমান সাকিব নাবিল অভিনয়,আবৃত্তি,গল্পবলা বিষয় নিয়ে অনেক দূর পেরিয়ে সেরা চার থেকে ফাইনাল রাউন্ডে সেরা তিনে অবস্থান করে নিয়েছে। গত পর্বে ৩১ অক্টোবর রাত ৯.২০মিনিটে এনটিভির পর্দায় সিলেটের নাবিল হাড্ডা হাড্ডি প্রতিযোগিতায় অংশ নেয়। এবারের বিষয় ছিল “এ্যাডভেন্সার”। নাবিল অভিনয়ে স্পাইডারম্যান,আবৃত্তি সিন্দাবাদের কবিতা ও গল্পবলায় “ছোট্ট গ্রামটিতে থাকতো ভীম” এর পারফরম্যান্স তুলে ধরে। এবার বাদ পড়ে যায় ঢাকার সারারা জান্নাত অর্পিতা। এবার ফাইনাল রাউন্ডে মুক্তাক্ষর সিলেটের সাদমান সাকিব নাবিলের প্রতিদ্বন্দি হল ঢাকার ত্রিবিণী রায় ও আবু রায়হান। ঐশ্বর্য্য ও নাবিলার উপস্থাপনায় বিচারকদের চূড়ান্ত রায় দেন শমী কায়সার,পার্থ বড়–য়া, রুমানা রশীদ ঈশিতা। অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কন্ঠশিল্পী এস.আই.টুটুল। শমী কায়সারের বড় হয়ে কী হতে চাও প্রশ্নের উত্তরে নাবিল জানান দেয় ডাক্তারের পাশাপাশি অভিনেতা হতে। ফ্ইানাল রাউন্ডে সেরা প্রতিভা দেখাতে নাবিলের জন্য মুক্তাক্ষরের পরিচালক ও নাবিলের প্রশিক্ষক বিমল কর সিলেটসহ সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। সিলেটের সংস্কৃতির সুনাম সারা দেশ জুড়ে ছড়িয়ে দিক নাবিল- এটাই হোক সবার প্রত্যাশা।