কমিটি বাতিলের দাবিতে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে

Chhatrodol-30-10-2014
শুক্রবার রাতে ছাত্রদলের এক অস্থায়ী কার্যলয়ে ছাত্রদলের পদবঞ্চিত বিদ্রোহী নেতাকর্মীদের বৈঠক।

সুরমা টাইমস ডেস্কঃ সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নয়া পকেট কমিটি প্রত্যাখানকারী বিদ্রোহী নেতারা বলেন, ত্যাগি পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে যে পকেট কমিটি গঠন করা হয়েছে সেই পকেট কমিটি বাতিলের দাবিতে আমরা তীব্র আন্দোলন গড়ে তোলব। তারা বলেন, ছাত্রদলের যাদের নেতৃত্ব আওয়ামীলীগ বাকশালের বিরুদ্ধে রাজপথে থেকে তুণমুল ছাত্রদল যখন আন্দোল চালিয়ে যাচ্ছেন ঠিক তখন একটি মহল আন্দোলনকে বানচাল করার জন্য পকেট কমিটি নিয়ে আসে। আমরা এর তীব্র নিন্দা জানাই । শুক্রবার রাতে ছাত্রদলের এক অস্থায়ী কার্যালয়ে বিদ্রোহীদের এক জরুরী বৈঠক অনুষ্টিত হয়। বৈঠকে নেতারা বিদ্রোহী শীর্ষ নেতা সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাক সৈয়দ সাফেক মাহবুব,জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাক মাহবুবুল হক চৌধুরী,মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আহমদ চৌধুরী ফয়েজ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মাহফুজুল করিম জেহিন,জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শাকিল মুর্শেদ,মহানগর ছাত্রদল নেতা রেজাউল করিম নাচন সহ যাদের নেতৃত্ব আন্দোলন চলছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন , যে ভাবে কমিটির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য নেতৃত্ব দেওয়া হচ্ছে, ঠিক একই ভাবে আন্দোলন কে তীব্র থেকে তীব্র করার জন্য নেতৃত্ব দেওয়ার আহবায়ন জানান। এবং বিদ্রোহী নেতাকর্র্মীরা পকেট কমিটি বাতিল না হওয়া পর্যন্ত বিদ্রোহী শীর্ষ নেতাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। এসময় বৈঠকে উপস্থিত ছিলেন, রেজাউল কবির রাজিব, বুরহান আহমদ রাহেল,মোঃ নাজিম,মুবিনুল হক চৌধুরী রাহী,মোঃরনি শাহ,মান্না দে, নাজিম উদ্দিন পান্না,মোঃদুলাল, মোঃ লুৎফুর,মোঃ হোসেন আহমদ,মোঃ লিটন আহমদ, জুনেদ আহমদ, এনামুল সুহেল আহমদ, সাহেদ আহমদ, নাসিম আহমদ চৌধুরী, আব্দুর রউফ, এখাছুর রহমান মুন্না, আলী আহমদ আলম, কামরান হোসেন হেলাল, মেহদী হাসান রানা,মোঃরুনু আহমদ,খালেদ আহমদ মিনু, খন্দকার ফয়েজ আহমদ,রকিবুল হাসান রাসেল, উমেদুর রহমান উমেদ, মনাফ আহমদ, আনিসুজ্জামান লাভলু,আব্দুল মালেক, ছাইদুল ইসলাম হুদয়, রুবেল বকস, সৈয়দ রুবেল আহমদ, আকুল আলিম, সাবের আহমদ চৗধুরী, রশিদ আহমদ, রিপন আহমদ চৌধুরী,মারুফ হোসেন তালুকদার, আব্দুল খালিক, সুচিত্র চৌধুরী বাবলু, হানুর ইসলাম ইমন, আবু বক্কর সিদ্দীকি বাবু, রেজুওয়ান আহমদ, লুৎফুর রহমান,কাউসার সিদ্দীকি, ওসমান গণি, জসিম উদ্দি ,তুহিনুর ইসলাম তুহিন প্রমুখ।