নবীগঞ্জে ৭ জুয়ারীকে ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড ও সাজা প্রদান
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ) থেকেঃ নবীগঞ্জে ভ্রাম্যমান আদালত গতকাল শুক্রবার দুপুরে নবীগঞ্জে জুয়া খেলার অপরাধে ৭ জুয়ারীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে । সাজা প্রাপ্তরা হলো উপজেলার দেবপাড়া ইউনিয়নের হুসেনপুর গ্রামের আলা উদ্দিনের পুত্র হারুন মিয়া (২৫)কে ১ মাসের বিনাসশ্রম কারাদন্ড ও ২শত টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের জেল,একই গ্রামের ইজাজ উল্লাহর পুত্র রহিম মিয়া (৩৮)কে ৭ দিন বিনাসশ্রম কারাদন্ড ও ১ শত টাকা অনাদায়ে আরো ৭ দিনের জেল, একই গ্রামের মাহতাব উদ্দিনের পুত্র কাইয়ুম মিয়া (২৫)কে ১৫ দিনের বিনাসশ্রম করাদন্ড ও ১শত টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের জেল, কুর্শি ইউনিয়নের দুর্লভপুর গ্রামের ছনর মিয়ার পুত্র আজাদ মিয়া (৩৫) কে ১৫ দিনের বিনাসশ্রম কারাদন্ড ও ১শত টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের জেল, একই গ্রামের তাহিদ উল্লাহর পুত্র নুরুল ইসলাম (৪৫) কে ১৫ দিনের বিনাসশ্রম কারাদন্ড ও ১শত টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের জেল, পানিউমদা ইউনিয়নের শিয়ালের পুঞ্জি গ্রামের আতই উল্লাহর পুত্র আব্দুস শহীদ (৩০)কে ১৫ দিনের বিনাসশ্রম করাদন্ড ও ১শত টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের জেল ও সিলেটের ওসমানীনগর এলাকার ছমির উদ্দিনের পুত্র ফজলু মিয়া (২৮)কে ১৫ দিনের বিনাসশ্রম কারাদন্ড ও ১শত টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের জেল দেয়া হয়েছে।
জানাযায়,গত বৃহস্পতিবার গভীর রাতে গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্য এস আই আরিফ উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলার খবর পেয়ে উপজেলার হুসেনপুর গ্রামের জুয়ারী হারুন মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে নগদ ১হাজার ১শত টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ তাদের গ্রেফতার করে। খবর পেয়ে গতকাল শুক্রবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্ত কেন্দ্রে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে উল্লেখিত পরিমান অর্থদন্ড ও ও জেল প্রদান করেন। পরে জুয়া খেলার সরঞ্জাম আগুনে পুড়ানো হয়। এসময় উপস্থিত ছিলেন, এস আই আরিফ উল্লাহ, প্রেসকার আব্দুল কাইয়ুম, সাংবাদিক মতিউর রহমান মুন্না, গোলাম রব্বানি প্রমুখ।