জালালাবাদে দুর্বৃত্তদের হামলায় ছাত্রদলকর্মী আহত
সুরমা টাইমস ডেস্কঃ নগরীর জালালাবাদ এলাকায় দুর্বৃত্তদের হামলায় এ ছাত্রদলকর্মী আহত হয়েছেন। দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত পৌণে ১১টার দিকে জালালাবাদ আবাসিক এলাকার গলির মুখে ফুলকলির সামনে এ ঘটনা ঘটে।
আহত ইসহাক মল্লিক (২২) আখালিয়া নয়াবাজার ২৫ মোহাম্মদিয়া আবাসিক এলাকার মৃত সজ্জাদ মল্লিকের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- মোটর সাইকেলযোগে তিনজন যুবক এসে ইসহাককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ইসহাক ছাত্রদল মিরাবাজার গ্রুপের কর্মী বলে জানা গেছে।
তবে তার ভাই তুহিন মল্লিক জানান- ইসহাক ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত নয়। সে ব্যবসায়ী। আলী নূর, ফাইজুল ও রুবেল নামের তিনযুবক তাকে ছুরিকাঘাত করেছে।