তাহিরপুরে চোরাচালানীদের হামলায় মহিলাসহ আহত ৪
কামাল হোসেন,তাহিরপুর(সুনামগঞ্জ)
সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্তে কয়লা চোরাচালনীদের হামলায় এক মহিলাসহ ৪জন আহত হয়েছে। আহতরা হলেন-রোফিয়া বেগম(২৬),হোসেন আলী(২৯),রমজান মিয়া (২৫),সোনা মিয়া(২০)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট গ্রামে এঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানায়,লালঘাট গ্রামের জয়নাল মিয়া,আব্দুল হাই,ইসব আলী ও কালাম মিয়া নিজেদেরকে বিজিবি ও সাংবাদিকের সোর্স পরিচয় দিয়ে প্রতিদিন সীমান্তের ১১৯৬পিলার সংলগ্ন লালঘাট গারো হাটি এলাকা দিয়ে ভারত থেকে অবাধে কয়লা পাচাঁর করে দুধের আউটা গ্রামের বুলবুল মিয়া বাড়িতে নিয়ে মজুত রাখে। তাদের এসব তথ্য স্থানীয় সাংবাদিক ও বিজিবিকে হোসেন আলী জানালে গত মঙ্গলবার সন্ধ্যায় বিজিবি অভিযান চালায়। এঘটনার জের ধরে ওইসব চোরাচালানীরা হোসেন আলীর বাড়িতে গিয়ে হামলায় চালিয়ে মারধর করে ঘরের মালামাল লুট করে। এব্যাপারে চাঁরাগাও বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবদার আইনুল বলেন,আমার কাছে অভিযোগ নিয়ে আসলে কয়লাসহ চোরাচালানীদের আটক করে থানায় মামলা দিয়ে দেব।