মৌলভীবাজারে মন্ত্রীর নামে যাত্রা গানের আসর থেকে সেলামী গ্রহন

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের আতানগীরি গ্রামে প্রতি রাতেই চলছে রমনীদের উলংঙ্গ নৃত্য সহ মদ ও জোয়ার আসর। গত ৭/৮ দিন ধরে রাত ব্যাপী চলছে নগ্ন নারীদের অশালীন নৃত্য, জোয়ার আসর সহ নানা অসামাজিক কার্যক্রম চলে আসলেও এসব দেখার যেন কেউ নেই। প্রতি রাতেই দেশের বিভিন্ন স্থান থেকে উঠতি বয়সী রমনীদের এনে, প্রশাসনের কতিপয় কর্তাদের ম্যানেজ করে সরকার দলীয় নেতাদের প্রত্য সহযোগিতায় চলছে যাত্রার নামে এসব অবৈধ কর্মকান্ড। এসবের ফলে এলাকার উঠতি বয়সী যুবক সহ বিভিন্ন শ্রেনী পেশার জোয়ারী ও মাদক সেবীরা ওই গ্রামকে অপরাধের স্বর্গ রাজ্য হিসাবে বেছে নিয়েছে। প্রতিবাদ করার মতো করো সাহস নেই। এলাকায় গুঞ্জন উঠেছে প্রভাবশালী এক আওয়ামীলীগ নেতা সেখান থেকে প্রতি রাতে সমাজকল্যাণ মন্ত্রীর নামে মোটা অংকের সেলামী নিয়ে থাকেন। পাশাপাশি স্থানীয় প্রশাসনকেও ম্যানেজ করে জেলার সর্বত্র যাত্রা পালার মাইকিং করে বীরদর্পে চালিয়ে যাচ্ছে এসব অবৈধ কর্মকান্ড। এ ব্যাপারে মৌলভীবাজারের পুলিশ সুপার তোফায়েল আহমেদকে অবগত করা হলে তিনি জানান, ব্যাপারটি তিনি লোকমাধ্যমে শুনেছেন, খোজ-খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেবেন। উল্লেখ্য, প্রতি বছরই ওই গ্রামে স্থানীয় প্রভাবশালীরা এ রকম অবৈধ কর্মকান্ড পরিচালনা করে বলে অভিযোগ করেন এলাকার সচেতন মহল।