যুক্তরাজ্যের সর্বকনিষ্ঠ পিতা প্রকৃত বাবা নয়! (ভিডিও)

alfiসুরমা টাইমস ডেস্কঃ তের বছর বয়সী স্কুলছাত্র আলফি প্যাটেনকে যুক্তরাজ্যের সর্বকনিষ্ঠ বাবার খেতাব দেওয়া হয়েছিল। ধারণা করা হয়েছিল ৯ ফেব্রুয়ারি জন্মগ্রহণকারি শিশুটির বাবা ওই আলফি-ই।
তবে ১৫ বছর বয়সী মায়র গর্ভে জন্ম নেয়া শিশুটির বাবা যে আলফি নয় তা ডিএনএ টেস্টে জানা গেছে।
এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টেলিগ্রাফ। সে সময় থেকেই স্থানীয়ভাবে গুজব রটেছিল যে, ঘটনার সময় মাত্র ১২ বছর বয়সী আলফি শিশুটির বাবা নয়, বরং অন্য একজন ছেলেই শিশুটির বাবা।
অবশেষে ডিএনএ টেস্টে প্রমাণিত হয়েছে, আলফি শিশুটির প্রকৃত বাবা নয়। তার বদলে জানা গেছে অন্য এক ১৫ বছর বয়সী ছেলে টাইলার বার্কার শিশুটির বাবা।
এদিকে অল্পবয়সী কিশোরদের মধ্যে যৌন সম্পর্ক এবং গর্ভ ধারণ বিষয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে নীতিনির্ধারক মহলে। সম্প্রতি বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টেও আলোচনা হয়।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এ বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন।