আজীবন সম্মাননা পেলেন তারা
সুরমা টাইমস বিনোদনঃ উদীয়মান বাংলাদেশের ৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজীবন সম্মাননা পেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আবদুল জব্বার, ফকীর আলমগীর ও বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা।
মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্রে উদীয়মান বাংলাদেশের আয়োজনে এ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের গান শুনে আমরা উত্তেজিত হতাম। মনে হতো এখনই যুদ্ধে নেমে যাই।’
তিনি বলেন, ‘আমাদের দেশে ৪৩ বছরেও এ শিল্পীদের আমরা মূল্যায়ন করতে পারি নাই, এটা সত্য। বঙ্গবন্ধুকে হত্যার পর সামরিক সরকারগুলো যুদ্ধাপরাধীদের সাথে আঁতাত করে স্বাধীনতার গৌরবের ইতিহাসকে আড়াল করতে গিয়ে এই কণ্ঠ যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করতে পারেনি। এ ব্যর্থতা আমাদের সবার।’
শিল্পী আবদুর জব্বার বলেন, ‘বঙ্গবন্ধুর নির্দেশে আমরা একাত্তরে কণ্ঠ দিয়ে যুদ্ধ করেছিলাম। স্বাধীন দেশে অনেকের অবস্থার পরিবর্তন হয়েছে। এক শ্রেণীর লোক রাতারাতি বড়লোক হয়েছে। কিন্তু এদেশের শিল্পী সাহিত্যিকরা এখনও অবহেলিতই রয়ে গেছে।’
এসময় তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে শিল্পীরা মারা গেছেন তাদের পরিবারকে দেখার জন্য সরকারের প্রতি আবেদন জানান।
ফকীর আলমগীর বলেন, ‘যাদের জন্য আমরা এই দেশ পেয়েছি সেই ভাসানী, শেরেবাংলা, ওসমানীকে আজ ঢাকা শহরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ পোস্টারে বঙ্গবন্ধু ও জিয়াউর রহমানের ছবি ছোট করে দেখানো হচ্ছে।’
সাবেক তথ্য সচিব ও সংগঠনের উপদেষ্টা মাগুব মোর্শেদের সভাপতিত্বে এসময় অরো বক্তব্য দেন কবি আব্দুল খালেক, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, বাংলাদেশ মানবাধিকার ব্যুরোর মহাসচিব ড. মো. শাহজাহান, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বস্ত্র মন্ত্রণালয়ের উপসচিব তপন কুমার নাথ, রাজউকের উপদেষ্টা রোকনুদৌলা প্রমুখ।