নবীগঞ্জে স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় ৩ সন্তানের জনকের দুই বছরের জেল
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জে স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে ৩ সন্তানের জনক এক বখাটেকে ২ বছরের জেল ও নগদ ১ হাজার টাকা জরিমানা প্রদান করা করেছে ভ্রাম্যমান আদালত। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মোঃ লিয়াকত আলী একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন।
সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের জহুরপুর গ্রামের আবুল মিয়ার কন্যা গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণী ছাত্রী বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফেরার পথে হুসেনপুর কান্দি নামক স্থানে পৌছা মাত্র একই গ্রামের ছালিক মিয়ার পুত্র জিয়াউল হক (২৫) ঐ স্কুল ছাত্রীকে ঝাপটে ধরে শ্লীতাহানির চেষ্টা করে। এসময় ঐ ছাত্রীর সুর চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় বিদ্যালয়ে নিয়ে আসে। এসময় বখাটে যুবকটি দৌড়ে পালানোর সময় জালালসাপ সাবুধ (র.) এর মাজারের পাশ থেকে আটক জনতা। পরে তাকে করে উত্তম মাধ্যম দিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কাছে হস্তান্তর করে। বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ বিষয়টি নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ লুৎফুর রহমানকে অবহিত করলে তাৎক্ষকি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। বখাটের স্বীকারোক্তি ও স্বাক্ষী প্রমানের ভিত্তিতে করে অভিযুক্ত ব্যক্তিকে ২ বছরের সশ্রম কারাদন্ড ও নগদ ১ হাজার টাকা জরিমানা প্রদান করা হয় অনাদায়ে আরো ৩ মাসের সাজা বৃদ্ধি করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী, দেবপাড়া ইউপি চেয়ারম্যান এড. জাবেদ আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোস্তাকিন আলী, ইউপি সদস্য আব্দুল হাই, সুজন মিয়া,মোহাম্মদ আলী লেদুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আটককৃত বখাটের ৩ সন্তান রয়েছে বলে এলাকাবাসী সুত্রে জানা গেছে ।