পাগইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন

শিক্ষিত সমাজ গড়তে হলে নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে
—— আলহাজ্ব আশফাক আহমদ

DSC_0114 copyসিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, শিক্ষিত সমাজ গড়তে হলে নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যার ফলে শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। সিলেট সদর উপজেলা ১’শটির মত প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মিত হয়েছে। পর্যায়ক্রমে বাকি বিদ্যালয়গুলোরও নতুন ভবনের কাজ সম্পন্ন হবে। গত ২৩ আগস্ট শনিবার দুপুরে ওয়াল্ড ভিশনের অর্থায়নে সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের পাগইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজির উদ্দিনের সভাপতিত্বে ও রায়হন হোসেন রাজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান, ওয়াল ভিশনের ডিভিশনাল ডিরেক্টর (ঢাকা) বনিফাস মন্টু রোজারিও, ওয়াল্ড ভিশন সিলেটের ম্যানেজার সাইলাস দাস গুপ্ত, শিক্ষা অফিসার মহি উদ্দিন আহমদ, সহকারী শিক্ষা অফিসার দিলীপ ময় দাস চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সদর উপজেলার সভাপতি নাদিরা সুলতানা, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা বেগম, বদিউজ্জামান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনোয়ার হোসেন লিটু, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ হাবিবুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, বর্তমান সরকার গ্রামীন জনপদের উন্নায়নে অত্যান্ত আন্তরিক। জননেত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বের কারনে মানুষ আজ তিন বেলা পেট ভরে খেতে পারছে। চিকিৎসার অভাবে মারা যাচ্ছে না। দ্রব্য মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। এখন গ্রামে-গঞ্জে সব যায়গায় মানুষ সহজে যাতায়াত করতে পারছে। দেশের সার্বিক উন্নয়নে বিদ্যুৎ ব্যবস্থাকে উন্নত করতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের বিদ্যুৎ চাহিদা পূরণ হচ্ছে, নতুন নতুন সংযোগ প্রদান করছে। সিলেট সদর উপজেলায় এ সরকারের আমলে অসংখ্য গ্রাম বিদ্যুতায়ন হয়েছে।