সুনামগঞ্জের বাউল সৈয়দ আহমদ’র জাতীসংঘ দিবস সম্মাননা লাভ
গত ২৩ অক্টোবর সকাল ১০টায় ঢাকা সেগুনবাগিছা বীর উত্তম খাজা নিজাম উদ্দিন মলনায়তনে কবিতা, ছড়া, গীতিকবিতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পোয়েটস্ ক্লাব ও পল্লি সাহিত্য গবেষণা পরিষদের উদ্যোগে বিটিভি’র প্রয়াত ডিজি কবি আবু জাফর সিদ্দিকী স্মরণে নিবেদিত উক্ত অনুষ্ঠানে সুনামগঞ্জের বাউল সৈয়দ আহমদ অংশগ্রহণ করেন কৃতিত্ত্বের সঙ্গে উত্তীর্ণ হন এবং জাতীসংঘ দিবস সম্মাননা লাভ করে সুনামগঞ্জের সুনাম অক্ষুন রাখেন। তিনি দীর্ঘদিন যাবত সিলেট বিভাগীয় বাউলকল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।