পনিটুলা আখড়ায় অষ্ঠপ্রহর লীলা সংকীর্তন ২৯ অক্টোবর বুধবার
পরম গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট শ্রীশ্রী প্রভুপাদ নরোত্তম গোস্বামীর তিরোধান উৎসব উপলক্ষে অষ্ঠপ্রহর ব্যাপী এক লীলা সংকীর্তনের আয়োজন করা হয়েছে। সিলেট মহানগরীর পল্লবী আ/এ,পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় এই তিরোধান উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানসুচির মধ্যে রয়েছে,আজ
[ ২৮ অক্টোবর মঙ্গলবার সন্ধ্য ৬ টায় শ্রীশ্রী চৈতন্য চরিতামৃত পাঠ। পাঠ করবেন শ্রীবিনোদ বিহারী দাশ বাবুল। রাত ৮ টায় শুভ অধিবাস কীর্তন। আগামীকাল ২৯ অক্টোবর বুধবার ব্রাহ্ম মুহুর্ত থেকে অষ্ঠপ্রহরব্যাপী লীলা সংকীর্তন শুরু। কীর্তন পরিবেশন করবেন শ্রীবিনোদ বিহারী দাশ বাবুল,শ্রী অধীর ভৌমিক,শ্রী রতন মনি দাশ বাবুল,শ্রীনিশি কান্ত তালুকদার ও বিধু চন্দ । এদিন দুপুর ১ টায় সর্বস্থরের গৌর ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। পরদিন ৩০ অক্টোবর সকাল ১১ টায় দধি ভান্ড ভঞ্জন ও কীর্তন সমাপন। অষ্ঠপ্রহর ব্যাপী লীলা সংকীর্তন উৎসবে সর্বস্থরের গৌর ভক্তবৃন্দকে স্বতঃস্ফুর্ত ভাবে উপস্থিত থাকার জন্য শ্রীশ্রী মহাপ্রভুর আখড়া পনিটুলার শ্রীগুরু চরণাশ্রিত শ্রীশ্রী নিত্যানন্দ মোহন্ত মহারাজ বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি।