নবীগঞ্জে দূঃসাহসিক ডাকাতি,আড়াই লক্ষ টাকার মালামাল লুট
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামে এক দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা এ সময় স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
জানাযায়, উল্লেখিত গ্রামের আকলিছ মিয়ার বাড়ীতে গত শনিবার দিবাগত রাত প্রায় ২ টার দিকে ১০/১২ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল বাড়ীর দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ধারালো অস্ত্রের মুখে বাসার সবাইকে জিম্মি করে ২ ভরি স্বর্ণালংকার, নগদ ৩০ হাজার টাকা, দামি একটি আই ফোন সহ ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে পালিয়ে যায়। ডাকাতি করে যাওয়া সময় ডাকাতদল ঘটনাটি কাউকে জানালে বা পুলিশকে জানালে প্রাণনাশের হুমকি ও দিয়ে যায় ।