গণতন্ত্র ও স্বাধীনতা বাকশাল সরকারের হাতে বন্দী : নাছির উদ্দিন চৌধুরী
জুবের সরদার দিগন্ত, দিরাই-শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ আমরা এমন এক সময়ে দিরাই উপজেলা বিএনপির সম্মেলন করতে যাচ্ছি, যখন দেশে অবৈধ সরকারের শাসন চলছে। গণতন্ত্র স্বাধীনতা বাকশাল সরকারের হাতে বন্দী। কারাগার হচ্ছে বেএনপি নেতা কর্মীদের স্থায়ী নিবাস। গুম-খুন হচ্ছে নিত্য দিনের খবর। আমি বিশ্বাস করি রাত্রী যতই গভীর হয়, ভোরের সূর্য ততটা উদীয়মানের অপেক্ষা করে। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে কোন সময় এ অবৈধ সরকার পতনের ডাক দিবেন। গত কাল শনিবার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে দিরাই উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সম্মেলনে নাছির উদ্দিন চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল লতিফ জেপি, মুজিবুর রহমান মুজিব। উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জমানের সভাপতিত্বে আহ্বায়ক কমিটির সদস্য আমিরুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, আব্দুর রশিদ চৌধুরী, কবির মিয়া, পৌর বিএনপি সভাপতি আহমদ মিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, ইউনিয়ন বিএনপির হুমায়ূন কবির, আলাউর রহমান আলা, আতাউর রহমান, ডা. সেলিম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুহেল আহমদ, উপজেলা যুবদলের সভাপতি মঈন উদ্দিন চৌধুরী মাসুক, পৌর যুবদলের সাধারণ সম্পাদক সুহেল তালুকদার, উপজেলা স্বেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক সজিব রশিদ চৌধুরী, উপজেলা তরুণ দল সভাপতি রেজাউল করিম, উপজেলা ছাতদলের সভাপতি শাহ আলম, পৌর ছাত্রদলের সভ্পাতি ওবায়দুর চৌধুরী মিশু, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমূখ। সভায় কামরুজ্জামানকে সভাপতি, আব্দুর রশিদ চৌধুরীকে সাধারণ সম্পাদক ও মোঃ গোলাপ মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ১৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি এবং রশিদ আহমদ চৌধুরী বাচ্চুকে প্রধান উপদেষ্টা করে ২৬ সদস্য বিশিষ্ট দিরাই উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটি গঠন করা হয়।