ইসলামি দলগুলোর কাজ গোলমাল সৃষ্টি করা
সুরমা টাইমস ডেস্কঃ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘ইসলামি দলগুলোর কাজ হচ্ছে গোলমাল সৃষ্টি করা। লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে। তবুও তারা হরতালের ডাক দিয়েছে। মূলত গোলমাল সৃষ্টির উদ্দেশ্যেই তারা রোববার হারতাল ডেকেছে।’
শুক্রবার বিকেলে সিলেট নগরের কাজিরবাজারে সুরমা নদীর উপর নির্মাণাধীন কাজির বাজার গার্ডার সেতুর কাজ ও স্থানীয় মৎস্য আড়ৎ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আন্দোলনের হুমকি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘তিনি বিগত ১ বছর ধরে কঠিন আন্দোলনের হুমকি দিচ্ছেন। এটা তার ব্যাপার। তবে আমরা মনে করি দেশের মানুষ কঠিন কোনো আন্দোলন চায় না।’
এর আগে কাজিরবাজার মৎস্য আড়ৎদার কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে একটি সমাবেশের আয়োজন করা হয়। ওই সমাবেশে মন্ত্রী বলেন, ‘বিগত জোট সরকারের সময়ে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে কাজিরবাজার সেতুর কাজ শুরু হয়। সুরমা নদীর উপর এতো বড় একটি সেতু নির্মাণে ডিজাইন প্রস্তুত না করে এভাবে তা করা যায় না। সেতু নির্মাণ করতে গিয়ে অনেক মানুষের ঘরবাড়ি ভাঙতে হবে- এটা কোনো পরিকল্পিত কাজ হতে পারে না।’
ওই সমাবেশে আরো বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।