ছাত্রদলের হামলায় আহত ছাত্রলীগ নেতা মওদুদকে ঢাকায় প্রেরণ
সুরমা টাইমস ডেস্কঃ ছাত্রদলের হামলায় গুরুতর আহত মহানগর ছাত্রলীগের সদস্য ও ৩নং ওয়ার্ড শাখার সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রিয়াজ মওদুদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার মধ্যরাতে সহকর্মীরা তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।
গত ১৯ অক্টোবর সন্ধ্যায় সিলেট নগরীর সাগরদিঘীরপাড়ে ছাত্রদলের নাবিল গ্রুপের ক্যাডারদের হামলায় আহত হন মওদুদ। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শরীরে অস্ত্রোপচার হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়।
হামলার ঘটনায় মওদুদের পিতা সাংবাদিক খলিলুর রহমান বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন। তবে ঘটনার ৬দিনেও পুলিশ কাউকে গেফতার করতে পারেনি।