সরকারী রাস্তা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিভাগীয় কমিশনার বরাবরে অভিযোগ
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলার ১নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির মুলাগুল নয়া বাজারে একটি প্রভাবশালী মহল সরকারী রাস্তা (গোপাট) জোরপূর্বক দখল করে সেখানে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা গড়ে তুলার অভিযোগ পাওয়া গেছে। এর ফলে এলাকার সাধারণ মানুষ ও বিদ্যালয়গামী ছাত্রছাত্রীদের যাতায়াতের একমাত্র রাস্তাটি প্রায় বন্ধ হয়ে গেছে। এ ব্যাপারে এলাকাবাসীর পে আব্দুল মতিন অবৈধ স্থাপনা উচ্ছ্বেদের জন্য গত ১লা অক্টোবর বিভাগীয় কমিশনার বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। তিনি তার অভিযোগে উল্লেখ করেন, লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির ২২৫নং জেএল স্থিত কান্দলা মৌজার ১৬১ নং দাগ ১নং খাস খতিয়ানভুক্ত সরকারী রাস্তা রকম ভূমি। উক্ত রাস্তাটি পশ্চিম দিক থেকে এসে মুলাগুল নয়াবাজারের দণি পাশ দিয়ে পূর্ব দিকে বাংলা টিলায় গিয়ে শেষ হয়েছে। এলাকার একটি প্রভাবশালী মহল বাজারের ভিতর দিয়ে যাওয়া সরকারী রাস্তায় অবৈধভাবে প্রায় শতাধিক দোকানপাট নির্মাণ করে সাধারণ মানুষ ও বিদ্যালয়গামী ছাত্রছাত্রীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের ল্েয এলাকাবাসীর প থেকে পরপর তিনটি অভিযোগ কর্তৃপরে কাছে দিয়েও কোন প্রতিকার পাওয়া যায় নাই। তাই জনস্বার্থে সরজমিন তদন্ত পূর্বক সরকারী রাস্তা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় কমিশনার বরাবরে অভিযোগ দাখিল করা হয়েছে।