ওমানে লোক পাঠানোর জের : কানাইঘাটে বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙ্গচুর ॥ আহত ১০
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটে ট্রেভেল্স এজেন্সির মাধ্যমে এক ব্যক্তিকে ওমান পাঠানোর পর পছন্দের কাজ না পাওয়াকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাত অনুমান ৮টার দিকে কানাইঘাট উত্তর বাজারস্থ করিম উল্লাহ আখনী হাউস রেষ্টুরেন্টে প্রতিপরে লোকজন হামলা চালিয়ে ব্যাপক ভাঙ্গচুর করেছে। আহত হয়েছেন হোটেলের মালিক করিম উল্লাহ (৩২) সহ ৮/১০ জন। তারমধ্যে করিম উল্লাহকে সিলেট ওমেক হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পৌরসভার দুর্লভপুর ও মহেষপুর গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, প্রায় ৯ মাস পূর্বে কানাইঘাট বাজারে এফআই ট্রেভেল্স এজেন্সির মালিক দুর্লভপুর গ্রামের ফখরুল ইসলাম ও আম্বিয়া মহেষপুর গ্রামের মৃত আব্দুস সুবহানের পুত্র আব্দুল জলিলকে ৩ ল ২০ হাজার টাকার মাধ্যমে ওমান পাঠায়। সেখানে গিয়ে আব্দুল জলিল প্রয়োজনীয় কাজ না পাওয়ায় বেকার হয়ে পড়লে ট্রেভেলসের মালিক ফখরুল ও আম্বিয়ার সাথে বিরোধ বাধে জলিলের ভাই করিম উল্লাহ আখনী হাউসের মালিক করিম উল্লাহ ও তার ভাই জসিম উদ্দিনের। আব্দুল জলিলের পরিবারকে ১ ল টাকা ফেরত দেওয়ার জন্য ট্রেভেলস মালিকদের সামাজিক সালিশে ধার্য করা হলেও টাকা না পাওয়ায় গত বুধবার সিলেট শহরের তালতলা এলাকা থেকে ট্রেভেলসের মালিক আম্বিয়াকে পেয়ে জসিম উদ্দিন ও তার লোকজন টাকা ফেরত দেওয়ার জন্য আটক করে রাখে। পরে মধ্যস্থতা করে দুর্লভপুর গ্রামের শ্রমিকলীগ নেতা জসিম উদ্দিনসহ কয়েকজন আম্বিয়াকে তাদের জিম্মায় ছাড়িয়ে আনেন। এ ঘটনার জের ধরে গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দুর্লভপুর ও মহেষপুর গ্রামের লোকজনদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে রাত অনুমান ৮টার সময় দুর্লভপুর গ্রামের বিপুল সংখ্যক লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে উত্তর বাজারস্থ করিমউল্লাহ আখনী হাউসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙ্গচুর করে। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। হোটেলের মালিক করিম উল্লাহ জানিয়েছেন, অতর্কিত ভাবে দুর্লভপুর গ্রামের বিপুল সংখ্যক লোকজন ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙ্গচুর করে প্রায় দেড় ল টাকার তিসাধন করে ও ক্যাশ থেকে নগদ ৫৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। যা বাজারে আসা লোকজন প্রত্য করেছেন। সালিশের ধার্যকৃত ১ ল টাকা চাইতে গিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানান। অপর দিকে এফআই ট্রেভেলসের মালিক ফখরুল ইসলাম জানিয়েছেন, ৯ মাস পূর্বে তারা করিম উল্লাহ আখনী হাউসের মালিকের ভাই আব্দুল জলিলকে ওমানে পাঠান। সেখানে সে যথারীতি কাজও করছে। তার পরও উদ্দেশ্যমূলক ভাবে তাদের কাছ থেকে ১ ল দাবী করা হয়। গত বুধবার ট্রেভেলসের বিদেশ যাত্রীদের ভিসা, পাসপোর্ট ও টিকেটের জন্য নগদ টাকা নিয়ে সিলেট শহরের তালতলায় তার সহকর্মী আম্বিয়া বেলা ১২টার সময় যাওয়ার পথে করিম উল্লাহ আখনী হাউসের মালিক করিম উল্লাহ ও তার ভাই জসিম উদ্দিন সহ একদল সন্ত্রাসী আম্বিয়াকে অপহরণ করে একটি ঘরে আটক রেখে সব কিছু নিয়ে যায়। পরে তাকে সন্ধ্যার সময় ছেড়ে দেওয়া হয়। এর জের ধরে এ ঘটনাটি ঘটেছে। হোটেল মালিক করিম উল্লাহ’র ভাই জসিম উদ্দিন ব্যবসা প্রতিষ্ঠান ভাঙ্গচুর ও লুটপাটের ঘটনায় দুর্লভপুর গ্রামের বেশ কিছু লোকজনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছেন।