মাওঃ আব্দুর রহমানের খুনীদের গ্রেফতারের দাবী
জমিয়তে তালাবার কানাইঘাট লক্ষ্মীপ্রসাদ ইউপির সম্মেলন অনুষ্ঠিত
কানাইঘাট প্রতিনিধি: জমিয়তে উলামা বাংলাদেশের অঙ্গসংগঠন জমিয়তে ত্বালাবার কানাইঘাট ২নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপির প্রশিণ ও কর্মী সম্মেলন গতকাল শুক্রবার বিকেল তিন টায় সুরইঘাট দারুল আরক্বাম মাদরাসায় অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি মাও. আব্দুল মুছাব্বির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও. নুরুল ইসলাম ও মাওঃ লিয়াকতের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামা বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওঃ ক্বারী হারুনুর রশিদ চতুলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাও.আবুল হুসাইন চতুলী, জমিয়তে উলামার উপজেলা শাখার সহ সভাপতি মাও.শফিকুল ইসলাম, মাও. নুরুল ইসলাম, জমিয়ত নেতা মাও.আব্দুস সাত্তার। বক্তব্য রাখেন যুব জমিয়ত কানাইঘাট উপজেলা শাখার আহ্বায়ক মাও.হাফিজ দেলওয়ার হুসাইন, যুব জমিয়তের কেন্দ্রীয় সদস্য সচিব মাও.আব্দুল্লাহ শাকির, মাও.সা’দ উল্লাহ, যুব নেতা মাও.ইসলাম উদ্দীন, মাওঃ ইয়াহিয়া শহীদ, মাওঃ আব্দুল মালিক, মাওঃ আব্দুর রশিদ, কানাইঘাট পৌর জমিয়তে ত্বালাবার সভাপতি মাও. হা. নজির আহমদ, কেন্দ্রীয় জমিয়তে ত্বালাবার সদস্য সচিব মাওঃ হারিছ উদ্দীন, কেন্দ্রীয় ছাত্র নেতা মাওঃ বদরুল ইসলাম আল-ফারুক, মৌ.হা.বদরুল ইসলাম, মৌ. আসআদ আহমদ, মৌ. হা. ইয়াহইয়া প্রমুখ। সম্মেলন শেষে লতীফ সিদ্দিকীকে নাস্তিক আখ্যায়িত করে তার ফাঁসির দাবীতে এবং জামাত শিবিরের হাতে নির্মমভাবে নিহত কানাইঘাট সরদারী পাড়া জামে মসজিদের ছানী ইমাম মাওঃ আব্দুর রহমান খুনীদের গ্রেফতারের দাবীতে এক বিােভ মিছিল সুরইঘাট বাজারের বিভিন্ন রাস্তা প্রদণি করে।