জকিগঞ্জ পৌর উপনির্বাচন : আজ ভোট গ্রহণ,শেষ হাসি কার

Zakigonj-Pouroshova-Electioজকিগঞ্জ প্রতিনিধিঃ জকিগঞ্জ পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে আজ শনিবার ভোট গ্রহণ অনুষ্টিত হবে। ভোট গ্রহণ চলবে সকাল আটটা থেকে একটানা বিকাল চারটা পর্যন্ত। ইতিমধ্যে ভোট গ্রহণের সকল প্রস্থুতি সম্পন্ন করেছে স্থানীয় নির্বাচন অফিস। উপজেলা নির্বাচন কর্মকতা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ এমদাদুল হক জানান, নয়টি কেন্দ্রের মধ্যে ৫ টি কেন্দ্র এক্সিলেন্স একাডেমী, মধুদত্ত এফআইবিডিবি প্রাথমিক বিদ্যালয়, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা, আইডিয়াল কেজি স্কুল, পঙ্গবট প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঝুকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। সবকটি কেন্দ্রে সুষ্টুভাবে ভোট গ্রহণের জন্য র‌্যাব, পুলিশ, আনসার, বিজিবি ও গোয়েন্দা সংস্থার বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতিতে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে পুরো পৌর এলাকা। ১০৫ জন নির্বাচনী কর্মকর্তা, ১৫৩জন আনসার সদস্য, এক প্লাটুন বিজিবি, র‌্যাবের একটি টিম, নয়টি মোবাইল টিম, তিনটি স্টাইকিং ফোর্স, তিনজন নির্বাহী ম্যাজিষ্টেট, বিপুল সংখ্যক পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন শুক্রবার থেকে দায়িত্ব পালন শুরু করেছেন। নির্বাচনে আব্দুল মালেক ফারুক (তালা), আব্দুল খালিক (চশমা), আব্দুর রহমান লুকু (কাপপিরিচ), জাফরুল ইসলাম (দোয়াতকলম) ও ইমরান আহমদ (আনারস) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সুষ্ট হবে বলে ৫ প্রার্থীই আশাবাদ ব্যক্ত করেছেন। বিজয়ের ব্যাপারে তারা আশাবাদ ব্যক্ত করলেও ভোটাররা প্রার্থীদের অতীত কর্মকান্ড, রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততা বিচার বিশ্লেষণ করে ১০ হাজার ১৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পৌর এলাকার সর্বত্র আলোচনা চলছে আজ কে হাসবেন শেষ হাসি? জকিগঞ্জ উপজেলা রির্টানিং অফিসার ও নির্বাহী অফিসার টিটন খীসা জানান, যেকোন অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।
উল্লেখ্য গত ২০ জুলাই পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগ আহবায়ক আনোয়ার হোসেন মৃত্যু বরণ করায় এ পৌরসভায় আজ উপনির্বাচন অনুষ্টিত হচ্ছে।