আমিরাতকে বিধ্বস্ত করলো বাংলাদেশ
সুরমা টাইমস স্পোর্টসঃ এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলের বাছাইপর্বে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। খেলার প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থাকে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সানজিদা ২টি, বিপাশা ২টি, লিপি ও কৃষ্ণা রানী সরকার ১টি করে গোল করেন।
শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল ৫টায় এ খেলা শুরু হয়।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলার প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থাকে বাংলাদেশ। শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে এ খেলা শুরু হয়। সানজিদা ২টি, বিপাশা ও কৃষ্ণা রানী সরকার একটি করে গোল করেন।
এর আগে নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী জর্ডানকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
প্রথমার্ধের বেশিরভাগ সময় বল ছিল বাংলাদেশের দখলে। ৫ মিনিটে দলকে এগিয়ে দেয় বিপাশা মালি। ৮ মিনিটেই জোরালো এক শটে ব্যবধান দ্বিগুণ করে আগের ম্যাচের নায়ক সানজিদা আক্তার। ২৩ মিনিটে আবারও সেই সানজিদা। দুর্দান্ত পারফরম্যান্স দেখানো এ ফরোয়ার্ডের আলতো টোকায় ৩-০ হয় স্কোরলাইন।
৪৪ মিনিটে কৃষ্ণা রাণী যে সুযোগটি পায় সেটি আর নষ্ট করেনি সে। তার জোড়ালো শট আরব আমিরাতের গোলরক্ষকের হাতে লেগেও জালে আশ্রয় নেয়। ফলে ৪-০ গোলে এগিয়ে থেকেই বিশ্রায়ে যায় বাংলাদেশের মেয়েরা।
৬৬ মিনিটে আমিরাতের জালে আবারও বল জড়িয়ে দেয় বিপাশা। খেলার শেষ মুহূর্তে গোল করে ‘সুপার সাব’ লিপি।