মৌলভীবাজারে পৃথক ঘটনায় নিহত ৪

মধু চৌবে,শ্রীমঙ্গল থেকেঃ মৌলভীবাজার-কুলাউড়া সড়কের লোহাইনি বাগান এলাকায় বাস চাপায় ২জন মোটর সাইকেল আরোহী নিহত ও ১জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস কুলাউড়ার লোহাইনি এলাকায় রাজনগরগামী মোটর সাইকেলকে চাপা দেয়। ঘটনা স্থলে মোটর সাইকেল চালক রেজা মিয়া নিহত হন। এলাকাবাসী মোটর সাইকেল আরোহী অপর দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ পাঠায়। পরে সিলেট হাসপাতালে নেয়ার পর এনাম মিয়া নামের আরেক ব্যক্তি মারা যায়। কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে বাস ও মোটর জব্ধ করেছে। নিহত মো: রেজা মিয়া ও এনাম মিয়া রাজনগরের দাসপাড়া গ্রামের বাসিন্দা। এছাড়াও কু

লাউড়ার জয় পাশা এলাকায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে ছাতির আলী নামে আরো এক ইলেকটিশিয়ান মারাগেছেন। অন্যদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল নিরালা পুঞ্জিতে পাহার থেকে পড়ে সুমতি প্রধান নামে এক শ্রমিক নিহত হয়েছেন।