স্কুল ছাত্রী মাছুমার চিকিৎসার্থে বিশ্বনাথ এইড ইউকে’র ৫০ হাজার টাকা প্রদান
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের অসুস্থ স্কুল ছাত্রী মাছুমা আক্তারের চিকিৎসার্থে এগিয়ে এসেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও ব্যক্তিবর্গ। গত মঙ্গলবার বিশ্বনাথ এইড ইউকে’র পক্ষ থেকে মাছুমার চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা প্রদান করা হয়। এ উপলক্ষে মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট সম্পাদক ও বিশ্বনাথ প্রেসকাবের কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাজী মুহাম্মদ জামালউদ্দিনের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ কেন্দ্রীয় সাহিত্য সংসদের সভাপতি ফখরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও কলামিষ্ট মাওলানা আব্দুল হাই জেহাদী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠক আজমল হোসেন বুলবুল, বিশ্বনাথ প্রেসকাবের কার্যনির্বাহী সদস্য শহিদুর রহমান, এমদাদুর রহমান মিলাদ, সদস্য আব্দুস সালাম মুন্না, নূরউদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম প্রমূখ।
অনুষ্ঠানে স্কুল ছাত্রী মাছুমা বেগমের চিকিৎসা সাহায়তা হিসেবে তার পিতা আবুল কালামের হাতে এইড এর পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। মাছুমা মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী ও উপজেলার ইউনিয়নের শেখেরগাঁও (রামধানা) গ্রামের আবুল কালামের মেয়ে মাছুমা আক্তার (১৩) দীর্ঘ দিন ধরে অসুস্থ। তার চিকিৎসায় সবকিছু ব্যয় করে অসহায় হয়ে পড়েছেন মাছুমার পরিবার। বর্তমানে মাছুমা ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধী রয়েছে। মাছুমাকে সুস্থ করে তুলতে হলে তার খাদ্যনালীতে বাইপাস অপারেশন দ্রুত করতে হবে। এজন্য প্রয়োজন প্রায় ৩ লক্ষ টাকা। বিশ্বনাথ নিউজ ২৪ ডটকম পোর্টালসহ বিভিন্ন পত্রপত্রিকায় এই সংবাদটি প্রকাশিত হলে ও মাছুমার পরিবারের পক্ষ থেকে সাহায্যের আবেদন জানালে বিশ্বনাথের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্র্থী, সামাজিক সংগঠন ও বিভিন্ন ব্যক্তিবর্গ সাহায্যের হাত বাড়িয়েছেন। সবমিলিয়ে এপর্যন্ত প্রায় ১ লক্ষ টাকা চিকিৎসা সহায়তা পেলেও মাছুমার অপারেশনের জন্য আরো ২ লক্ষ টাকার প্রয়োজন। তাই মাছুমার চিকিৎসার্থে সকলকে এগিয়ে আসতে তার পরিবারের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।