মহা সমাবেশ সফলে সাংবাদিকদের সহযোগীতা চাইল জমিয়ত
জুবের সরদার দিগন্ত, দিরাই-শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সারাদেশে অরাজকতা ও নৈরাজ্যের প্রতিবাদে আজ সোমবার মহা সমাবেশের ডাক দিয়েছে দিরাই উপজেলা জমিয়ত। মহা সমাবেশ সফল করতে গতকাল রোবারর দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তারা সাংবাদিকদের সহযোগীতা চাইলেন। দিরাই কলেজ রোডের জমিয়তের কার্যালয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, জমিয়তের কেন্দ্রীয় কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব আহমদ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জমিয়তের সধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন কাসেমি, যুগ্ম সম্পাদক মাওলানা ইলিয়াস আমহদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুক্তার হোসেন চৌধুরী, উপজেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা হেলাল আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা খালেদ আহমদ, ছাত্র জমিয়ত সভাপতি মাওলানা আবিদুর রহমান, জমিয়ত নেতা শিহাব উদ্দিন, শাব্বির আহমদ, গিয়াস উদ্দিন, আব্দুর রব, মাওলানা আক্তারুজ্জান, আরিফ আহমদ প্রমুখ। মহিউদ্দিন কাসেমি সাংবাদিকদের জানান, মহা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি আল্লামা তাফাজ্জুল হক। প্রধান বক্তা জমিয়তের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব আহমদ। বিশেষ অতিথি কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা শেখ জিয়া উদ্দিন, মাওলানা আব্দুর রব, অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরীসহ আরো অনেকে। তিনি আরো জানান, সমাবেশ সফল করতে দিরাই-শাল্লার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। তিনি দাবি করেন অন্তত ২০-২২ হাজার মানুষের সমাগম হবে এ সমাবেশে।