গণমানুষের কবি দিলওয়ার-এর ১ম মৃত্যুবার্ষিকী উদযাপিত
গতকাল শুক্রবার ১০ অক্টোবর ২০১৪ সকাল ৯ ঘটিকায় গণমানুষের কবি দিলওয়ার-এর মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কবি-র ১ম মৃত্যুবার্ষিকী উদযাপন শুরু হয়। পরে বিকেল ৫ টায় ভার্থখলাস্থ সাহিত্যতীর্থে কবি অরুণ ভূষণ দাশের সভাপতিত্বে কবি দিলওয়ার পরিষদ আয়োজিত আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরী এ দিনকে স্মরণ করেন, কবির প্রতি তার শ্রদ্ধা নিবেদন করেন এবং কবি সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘গণমানুষের জন্যে নিবেদিত কবি দিলওয়ার আমাদের জন্য যা দিয়ে গেছেন; সেগুলির সংরণ করাই এখন আমাদের প্রধান কাজ আমাদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য।’
পরিষদের সভাপতি কবি অরুণ ভূষণ দাশ বলেন, কবি দিলওয়ার ছিলেন আমাদের পথপ্রদর্শক। আমরা আজীবন তাঁর পথেই হাঁটবো।’
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক সুপ্রিয় ব্যানার্জ্জি শান্ত এবং উপস্থাপনা করেন আব্দুল হাদি তুহিন। আলোচনা সভার শুরুতে কবি-র রূহের মাগফেরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন মাওলানা ফারুক আহমদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-দীনুল ইসলাম বাবুল, বিধু ভূষণ ভট্টাচার্য, সৈয়দ আজমল হোসেন, পুলিন রায়, এখলাসুর রাহমান, শাহাদত বখ্ত শাহেদ, মাধব রায় প্রমুখ। বিজ্ঞপ্তি