মৌলভীবাজারে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে লন্ডনে প্রাক্তন ছাত্রদের প্রতিবাদ সমাবেশ

noni meetigলন্ডন প্রতিনিধিঃ বিশিষ্ট শিক্ষাবিদ সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক মৌলভীবাজারের মখলিছুর রমান কলেজের অধ্যক্ষ ও মৌলভীবাজার সরকারী কলেজের সাবেক প্রভাষক বাবু ননী গোপাল রায়কে শারিরিক ভাবে লাঞ্চিত করার প্রতিবাদে নির্যাতন কারীদের শাস্তি দাবী করে লন্ডনে প্রতিবাদ সভা করেছে তার প্রাক্তন ছাত্ররা। গত ২অক্টোবর সন্ধ্যে সাতটায় ইষ্ট লন্ডনের বাংলা টাউনের কাফেগ্রীল রেষ্টুরেন্টে মৌলভীবাজার সরকারী কলেজের ১৯৮৫/৮৬ বর্ষের ছাত্ররা প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। মোহাম্মদ শাহ জাহানের সভাপতিত্বে ও সাংবাদিক রাকিব রুহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তরা নির্যাতন কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বলেন একজন শিক্ষককে এভাবে নির্যাতন করা সমস্থ শিক্ষক সমাজকে অপমান করা। নির্যাতনকারীরা প্রভাবশালী হওয়াতে পাওনা তো দূরের কথা নির্যাতিত শিক্ষক আতংকে দিন কাটাচ্ছেন। এখানে উল্লেখ্য যে গত ২৫সেপ্টেম্বর অধ্যক্ষ বাবু ননীগোপাল রায় তার বকেয়া বেতন ভাতা চাইতে গিয়ে মখলিছুর রহমান কলেজের প্রতিষ্টাতা এম এ রহিম ও কলেজ পরিচালনা কমিটির সদস্য তার ভাই মুজিবুর রহমানের হাতে লাঞ্চিত হন। প্রতিবাদ সভায় বৃটেনের বিভিন্ন শহর থেকে তার ছাত্ররা এসে যোগদেন। সভায় অন্যানের মাঝে বক্তব্য রাখেন খায়রুল ঈকবাল রব, মোহাম্মদ আব্দুল আমিন, রেদওয়ান আহমেদ, আখলাকুল মোমিন প্রমুখ।