ছালিয়ায় ছাত্রী নির্যাতন : আসামী গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সভা

শহরতলী ছালিয়া গ্রামে বখাটে রিপন কর্তৃক ৪র্থ শ্রেণীর ছাত্রী মুন্নি কে জোরপূর্বক নির্যাতন করার প্রতিবাদে এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ৩রা অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় ছালিয়া কলারতলে এলাকার বিশিষ্ট মুরব্বী মুক্তিযোদ্ধা সমশর আলীর সভাপতিত্বে ও মানবাধিকার কর্মী আব্দুল আহাদের পরিচালনায় বক্তব্য রাখেন, ছালিয়া চেতনা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাহেদ আহমদ, সবুজ বাংলা যুব সংঘের সাবেক সভাপতি মোক্তার হোসেন, সোনার বাংলা যুব সংঘের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক আবুল কালাম, স্বাধীন বাংলা সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি শিপলু আহমদ, সাধারণ সম্পাদক রুবেল আহমদ, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ শিপন, এলাকার বিশিষ্ট মুরব্বী রজব আলী, বুরহান উদ্দিন, হানিফ আলী, চমক আলী, নির্যাতিত ছাত্রীর দাদা মনফর আলী প্রমুখ।
সভায় বক্তারা ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও মুল আসামী বখাটে রিপন ও তার ভাই বখাটে লিটন গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। নেতৃবৃন্দ বলেন, বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতারের আশ্বাস দিয়ে অবরোধ প্রত্যাহার করার পরও এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার করতে পারেননি। তাই সভায় এলাকার সর্বস্তরের জনসাধারণ ও বিভিন্ন সামাজিক সংগঠন নিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করা হয়। সভায় জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য গত ২৭শে সেপ্টেম্বর সকাল ১১.৩০ মিনিটে ছালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে ৪র্থ শ্রেণীর ছাত্রী মুন্নি (১০) ছালিয়া গ্রামের মুজিবুর রহমান ময়ুরের ছেলে বখাটে রিপন (২৬) কর্তৃক জোরপূর্বক নির্যাতিত হয়। এ নিয়ে এলাকায় চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। প্রেস-বিজ্ঞপ্তি