নবীগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক আহত

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধিঃ
নবীগঞ্জ শহরে পূর্ব বিরোধের জেরধরে গতকাল শুক্রবার বিকালে এক দূর্বৃত্তের ছুরিকাঘাতে রাসেল আহমদ (২৪) নামের এক যুবক গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। সে উপজেলার কুর্শি গ্রামের হাজী এওর মিয়ার ছেলে এবং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বলে জানাগেছে। স্থানীয় লোকজন তাকে মূমুর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছেন। তার অবস্থা আশংখ্যা জনক বলে পরিবারের লোকজন জানিয়েছেন।
জানাযায়,উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের মৃত আজিদ উল্লাার ছেলে আবুল হোসেনের সাথে পাশের বাড়ির হাজী এওর মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তার জেরধরে শুক্রবার বিকালে কোরবানির গরু কেনার টাকা নিয়ে হাজী এওর মিয়ার ছেলে আহত রাসেল আহমদ নবীগঞ্জ বাজারে আসলে হাসপাতাল রোডস্থ আলরোজি হোটেলের সামনে পৌছামাত্র পুর্ব থেকে ওৎ পেতে থাকা আবুল হোসেন তাকে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। আহত রাসেল জানায়,উক্ত দুর্বৃত্ত আবুল হোসেন এ সময় তার কাছে থাকা নগদ টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় কুর্শি গ্রামে উত্তেজনা বিরাজ করছে।