কানাইঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসব মুখর পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। দুর্গাপূজাকে ঘিরে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রতিটি মন্ডপে ধর্মীয় আরাধনা ও ভাবগম্ভীর্য পরিবেশে দেবী দুর্গার সান্নিধ্যে নিজেদের আত্মশুদ্ধির জন্য পূজারিরা আরাধনায় মগ্ন ছিলেন। এছাড়া প্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনও ছিল প্রতিটি মন্ডপে। সর্বত্র ছিল উৎসবমুখর পরিবেশ। গতকাল শুক্রবার ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হয় সুরমা নদীসহ নিজ নিজ স্থানে। এ দিকে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। বেশ কিছু মন্ডপ ঘুরে দেখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক লুৎফুর রহমান, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী, ওসি তদন্ত শফিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাষ্টার সলীল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক ভজন লাল দাস, হিন্দু-ব্দ্ধৌ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু দূর্গা কুমার দাস। এছাড়াও আ’লীগ, বিএনপি, জাতীয়পার্টির নেতাকর্মী এবং কানাইঘাট প্রেসকাবের নেতৃবৃন্দ।