কানাইঘাটে ধারালো ছুরাসহ মাওলানা গ্রেফতার

02কানাইঘাট প্রতিনিধিঃ ধারালো ছুরাসহ কানাইঘাট থানা পুলিশ গতকাল থানার পাশ থেকে মাওঃ ফারুক আহমদ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপির বাউরভাগ ২য় খন্ড গ্রামের মৃত তৈয়ব আলীর পুত্র মাওঃ ফারুক আহমদ তিন বছর পূর্বে সৌদি আরবে থাকা অবস্থায় নিজ বাড়ির পাশে একটি মসজিদ নির্মাণের জন্য প্রায় ৭ ল টাকা প্রবাসীদের কাছ থেকে চাঁদা হিসেবে তুলেন। কিন্তু অদ্যাবধি পর্যন্ত মসজিদের নির্মাণ কাজ শুরু না হওয়ায় উক্ত মসজিদ কমিটির মুতওয়াল্লি মাওঃ ফারুক আহমদের ছোট ভাই হাফিজ আলতাফ হোসেন (৩৫) বড় ভাইকে মসজিদের টাকা ফের দিতে বলেন। এ নিয়ে গতকাল শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ১০টার সময় দুই ভাইয়ের মধ্যে এ নিয়ে নিজ বাড়ীতে সংঘর্ষে লিপ্ত হলে বড় ভাই মাওঃ ফারুক আহমদ ও তার পুত্র মসরুর আহমদ (১৯) ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হাতে আলতাফ হোসেনকে রক্তাক্ত জখম করে। আহত আলতাফ হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার ভাই মাওঃ আকমল হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিলে খবর পেয়ে মাওঃ ফারুক আহমদ ধারালো এক হাত লম্বা ছুরা নিয়ে থানার সম্মুখে ঘোরাফেরা করলে এক পর্যায়ে পুলিশ তাকে ছুরাসহ আটক করে।