ইতালীর রোমে শারদীয় দূর্গা পূজা ৫ দিন ব্যাপী উদযাপিত
ইতালি প্রতিনিধি: ইতালীর রোমে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উৎসব ৫ দিন ব্যাপী উদযাপিত করছে হিন্দু পূজা উদযাপন পরিষদ এবং ওম হিন্দু ইন্টারন্যাশনাল সোস্যাল এন্ড কালচারাল এসোসিয়েশন।
ষষ্ঠী, সপ্তমী এবং নবমী পর্যন্ত প্রতিমার দেবীর অর্চনা করা হয়ে থাকে। নবমীতে হোমযজ্ঞের দ্বারা পূজার পূর্ণাহূতি দেওয়ার রীতি। দশমী তিথিতে হয় দেবীর বিসর্জন। আর এই দশমী তিথি বিজয়াদশমী নামে খ্যাত। এভাবে প্রতিবছর বিশ্বের সকল সনাতন ধর্মাবলম্বীদের সাথে উদযাপন করে আসছে প্রবাসে মাটি।
আয়োজকরা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের কাছে দেবী দুর্গা মহাশক্তির প্রতীক। সেই মহাশক্তিকেই তারা প্রতিমার মধ্য দিয়ে চিন্ময়ী ব্রহ্মশক্তিরূপে দর্শন করে। ভক্তদের অনুভবে ‘চিকের’ আড়ালে থাকা মহাশক্তি ভক্তদের দুর্গতি নাশ করেন, তাই তিনি দুর্গা। অশুভ শক্তিকে দমন করার জন্য দেবী দুর্গার সৃষ্টি।
সংগঠন দুটির সকল নেত্রীবৃন্দ ও সহযোগীদের অক্লান্ত পরিশ্রমের আয়োজনকে আরো সুন্দর এবং আনন্দঘন করে তুলতে প্রতিদিনই রোমের সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরা পূজার সংগীত ও নৃত্য পরিবেশন করছে।