সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্রের বোমারু বিমান মোতায়েন

war-biman20160310160421ডেস্ক রিপোর্ট :: এশিয়ায় সামরিক মহড়ার জন্য পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার বোমারু বিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। কোরীয় উপদ্বীপ নিয়ে উত্তেজনার পর তিনটি স্টিল্থ বোমারু বিমান মোতায়েন করা হয়েছে বলে বুধবার জানিয়েছে ওয়াশিংটন।

প্যাসিফিক এয়ার ফোর্স কমান্ডার জেনারেল লরি জে. রবিনসন বলেন, ‘সাম্প্রতিক পরিস্থিতির পর ইন্দো-এশিয়া-প্যাসিফিক অঞ্চলে নিরবচ্ছিন্ন এবং বিশ্বাসযোগ্য বিমান শক্তি সরবরাহ প্রয়োজনীয় হয়ে পড়েছে।

মার্কিন বিমান বাহিনীর হাতে মাত্র ২০টি বি-২ স্পিরিট বোমারু বিমান রয়েছে। তবে সেখানে কোথায় বিমানগুলো মোতায়েন থাকবে মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তারা তা জানাননি।

উত্তর কোরিয়া আবারো দু’টি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে। এর পরপরই বোমারু বিমান মোতায়েনের কথা জানালো ওয়াশিংটন।