নবীগঞ্জ শহরে পুলিশ কর্তৃক শ্রমিককে মারধোরের ঘটনায় উত্তপ্ত

নবীগঞ্জ প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ শহরে যানজট সৃষ্টি করার ঘটনায় পুলিশ কর্তৃক এক বাস শ্রমিককে মারধোর করার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে নবীগঞ্জ শহর। এ সময় বিােদ্ধ শ্রমিকরা শহরের বিভিন্ন পয়েন্টে রাস্তায় বাস সিএনজি অঠোরিক্সার দাড় করিয়ে যানচলাচল বন্ধ করে শ্রমিকরা বিােভ মিছিল করতে থাকে। খবর পেয়ে হবিগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার উত্তর সার্কেল নাজমুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিােদ্ধ শ্রমিকদের সাথে আলোচনা করে পরিস্থিতি সামাল দেন।
সুত্রে জানাযায়, আসন্ন পবিত্র ঈদুল আজহা ও দুর্গা পুজাকে সামনে রেখে নবীগঞ্জ শহরে যানজট মুক্ত ও আইন শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে শহরে নবীগঞ্জ থানার ওসি মোঃ লিয়াকত আলীর নেতৃত্বে একদল পুলিশ অবস্থান নিয়ে সার্বিক বিষয়ে তদারকি করছিলো। এমতাবস্থায় নতুন বাজার মোড়ে নবীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া হবিগঞ্জ গামী একটি যাত্রীবাহি বাস রাস্তায় দাড় করিয়ে যানজট সৃষ্টি করে। এ সময় পুলিশ গিয়ে ওই চালক ছামাদুল হক চৌধুরীকে অকত্য ভাষায় গালিগালাজ করে এতে বাদানুবাদের এক পর্যায়ে পুলিশ হাতে থাকা লাটি দিয়ে ওই চালককে আঘাত করে। এ ঘটনা মুহুর্তের মধ্যে সব শ্রমিকদের মধ্যে জানাজানি হলে সব শ্রমিক শহরে জড়ো হতে থাকে। এক পর্যায়ে শ্রমিকরা হাতে লাঠি নিয়ে নবীগঞ্জ শহরে ওসি লিয়াকত আলীর প্রত্যাহারের দাবী জানিয়ে লাঠি মিছিল বের করে। এ সময় যানচলাচল, রিক্সা এমনকি এম্বুলেন্স পর্যন্ত চলাচল করতে পারেনি। এতে পুজারি ভক্তবৃন্দ ও ঈদের বাজারে আসা লোকজনের মধ্যে সীমাহিন দুর্ভোগ দেখা দিয়েছিলো। খবর হবিগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার উত্তর সার্কেল নাজমুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমান ঘটনাস্থলে উপস্তিত হন। এবং বিােদ্ধ শ্রমিকদের নেতৃবৃন্দর সাথে আলোচনা করে বিষয়টি সুষ্ট ভাবে সমাধার প্রতিশ্র“তি দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। এ লে ওই সময়ই নবীগঞ্জ থানায় শ্রমিক নেতাদের নিয়ে আলোচনা সভা বসে। এবং বিষয়টি সহকারী পুলিশ সুপার দুঃখ প্রকাশ করে সমাধা দেন।